কবিতা
কালবেলা
তিস্তা বেজ
মুক্তধারা
সাপের ফণায় বিষ তুলে রেখেছি
উল্কাপাতে ভেঙেছি কঠিন নীরবতা
ছল চাতুরীর বাঁকানো যৌবন নিয়ে
এখনও চলেছি প্রজাপতি দাহ করে
শরীরে মেখেছি রক্ত-করবী রঙ
কম্পাসে চোখ রেখে ভেসেছি অকূলে
ঘর খেয়ে গেছে শার্দুলে
চমকে উঠিনি তবু অসম্ভব বলে
ফালা ফালা সুখ দিয়ে সাজিয়েছি শান্তি-শিবির
নিজেকে দুঃখ দিতে জ্বালিনি আগুন
বিপন্ন পৃথিবীতে প্রতিশ্রুতি রাখিনি কিছুই
স্বর্গের নাম করে গড়েছি নরক...
প্রবল প্রতাপে জলকে বেঁধে রেখে করেছি উল্লাস
শহর সাজিয়ে চমকে দিয়েছি গ্রামকে
তবুও গ্রামের কোল ডাকে ঘুমরাতে
বুকের বিছানা জুড়ে শুয়ে থাকে মরু প্রান্তর।
Comments :0