POETRY \ KALBELA — TISTA BAIJ \ MUKTADHARA \ 2 NOVEMBER 2024

কবিতা \ কালবেলা — তিস্তা বেজ \ মুক্তধারা \ ২ নভেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  KALBELA  TISTA BAIJ  MUKTADHARA  2 NOVEMBER 2024

কবিতা

কালবেলা

তিস্তা বেজ

মুক্তধারা

 

সাপের ফণায় বিষ তুলে রেখেছি 
উল্কাপাতে ভেঙেছি কঠিন নীরবতা 
ছল চাতুরীর বাঁকানো যৌবন নিয়ে 
এখনও চলেছি প্রজাপতি দাহ করে


শরীরে মেখেছি রক্ত-করবী রঙ 
কম্পাসে চোখ রেখে ভেসেছি অকূলে 
ঘর খেয়ে গেছে শার্দুলে 
চমকে উঠিনি তবু অসম্ভব বলে


ফালা ফালা সুখ দিয়ে সাজিয়েছি শান্তি-শিবির 
নিজেকে দুঃখ দিতে জ্বালিনি আগুন 
বিপন্ন পৃথিবীতে প্রতিশ্রুতি রাখিনি কিছুই 
স্বর্গের নাম করে গড়েছি নরক...


প্রবল প্রতাপে জলকে বেঁধে রেখে করেছি উল্লাস 
শহর সাজিয়ে চমকে দিয়েছি গ্রামকে 
তবুও গ্রামের কোল ডাকে ঘুমরাতে 
বুকের বিছানা জুড়ে শুয়ে থাকে মরু প্রান্তর।

 

 

Comments :0

Login to leave a comment