স্কুলের খেলার মাঠও আজ সুরক্ষিত নয়। ক্যাম্পাসের গেটের তালা ভাঙতে না পেরে সাতসকালে পাঁচিল টপকিয়ে খেলার মাঠ দখল নিল তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী বাহিনী। স্কুলের মূল গেটের সামনে পোস্ট পুঁতে ছাত্র-ছাত্রীদের সহ শিক্ষকদের সাইকেল-বাইক নিয়ে যাতায়াতের পথও দখল নেয় তারা। সোমবার এই ঘটনা কেশপুর থানার ঝলকা গ্রামপঞ্চায়েত এলাকার গোটগেড়িয়া শিবশক্তি হাই স্কুলে।
স্কুলে এসে এমন দৃশ্য দেখে স্কুল পড়ুয়ারা ক্ষিপ্ত হয়ে ওঠে। স্কুলের উঠান পর্যন্ত জায়গা দখল করা দেখে প্রতিবাদ করে ছাত্ররা পোস্ট তুলে দিতে গেলে ছাত্রদের উপর চড়াও হয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি শিক্ষকদের উপরও চড়াও হয় দুষ্কৃতীরা।
প্রধান শিক্ষক আশিসকুমার মণ্ডল বলেন, স্থানীয় শিবশক্তি নামে একটি ক্লাবকে ব্যবহার করে এলাকার কিছু দুষ্কৃতী স্কুলের চৌহদ্দির মধ্যে খেলার মাঠ দখল নেয়। এই ঘটনার প্রতিকার চেয়ে স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, কেশপুর থানা, বিডিও সহ শিক্ষা দপ্তরের একাধিক জায়গা জানানো হয়েছে।
তিনি বলেন, এটি স্কুলের জায়গা। মাটি ভরাট করে খেলার মাঠ সংস্কার, চারিদিকে গাছ লাগানো হয়েছে। প্রাচীর তৈরি করে স্কুলের সম্পদ নিরাপদে রাখার ব্যবস্থা করায় এলাকার দুষ্কৃতীদের অসুবিধা হয়েছে। এর আগে প্রাচীর না থাকায় ক্যাম্পাসে এবং স্কুল বিল্ডিংয়ের উঠানে মদের আসর, জুয়ার ঠেক চলত। মদের বোতল ছড়িয়ে থাকতে। ওই ক্লাবের সম্পাদক চন্দন দোলই, সভাপতি সুদীপ দোলি সহ জনা ৪০ স্কুলের মাঠ দখল নিয়ে তারা নিজস্ব খেলার মাঠ করার নামে দখল নেয়। পরে স্কুলের প্রাচীর ভেঙে সেই জায়গায় লোক বসানোর মতলবে চক্রান্ত করার অভিযোগ। এই দুষ্কৃতী বাহিনীর নামে অভিযোগ দায়ের হয় স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে। তিনি বলেন, প্রতি বছর স্থানীয় এই ক্লাবটি দুই তিন দিনের জন্য মাঠ ব্যবহার করতে ফুটবল প্রতিযোগিতার জন্য। এখন সেই মাঠ সহ আরও অনেকটা স্কুলের জায়গা দখল করে নেয়।
School Playground
স্কুলের খেলার মাঠ দখল, অভিযোগ তৃণমূলীদের বিরুদ্ধে
×
Comments :0