প্রবন্ধ
ভূমধ্যসাগরের বাতিঘর
তপন কুমার বৈরাগ্য
মুক্তধারা
আজ থেকে প্রায় ৫.৯ মিলিয়ন বছর আগে আটলান্টিক
মহাসাগর থেকে ভূমধ্যসাগর বিচ্ছিন্ন হয়ে যায়।
ভূমধ্যসাগর কথার অর্থ ভূমির মধ্যে যার অধিষ্ঠান।
ভূমধ্যসাগরের আর একটা অর্থ মধ্য পৃথিবী।এশিয়া,
ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মাঝে ভূমধ্যসাগর
অবস্থিত।
ভূমধ্যসাগরে প্রচুর দ্বীপ আছে।এতো দ্বীপ থাকার জন্য
ভূমির মধ্যে অবস্থিত বলা হয়। ভূমধ্যসাগরে অবস্থিত
লিপারি বলে একটা দ্বীপ আছে। যা দক্ষিণ ইটালিতে অবস্থিত।
এই দ্বীপে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় বা
জীবন্ত আগ্নেয়গিরি আছে।যার নাম স্ট্রম্বলি।প্রায় ২০০০ বছর
ধরে ধারাবাহিকভাবে এখানে অগ্ন্যুৎপাত ঘটে চলেছে।
প্রতি দশ থেকে কুড়ি মিনিট অন্তর এই দ্বীপে বিস্ফোরণ
হয়।তাই এখানে সব সময় দীপাবলীর আলোতে ভাস্বর
হয়ে ওঠে। প্রতিদিন বহুসংখ্যক পর্যটক এখানে জলযান
করে এসে জল থেকে পৃথিবীর এই অত্যাশ্চার্য দৃশ্য উপভোগ
করেন। বেশিরভাগ পর্যটক ইতালীর বিভিন্ন বন্দর থেকে
এখানে রাতেরবেলায় এই আলোকমালা উপভোগ করতে আসেন।
যখন বিস্ফোরণ হয় তখন ভয়ংকর শব্দ হয়। আর আতসবাজির
মতন নানারঙের আলোকে আকাশ সেজে ওঠে। যারা
দেখেছেন তাঁরা এক অতুলনীয় স্বর্গীয় সুখ অনুভব করেছেন।
স্ট্রম্বলি আগ্নেয়গিরি ভিতর গলিত তরল পাথর ম্যাগমা রূপে
অবস্থান করে।বিস্ফোরণে সময় লাভা বাইরে বেড়িয়ে আসে।
প্রচন্ড শব্দ করে আকাশে নানা রঙের আলোকমালায় সেজে
ওঠে।সাজছে ধারাবাহিকভাবে।যেন দীপাবলীর উৎসবের
মেজাজে সাজছে। এই দ্বীপে মানুষের বসবাস নেই
বললেই চলে। তবে মূল্যবান খনিজ সম্পদের লোভে
অল্প কিছু মানুষ বাস করেন এবং তাঁদের মৃত্যু অনেক
সময় তাঁরাই ডেকে আনেন।
Comments :0