Toy Train

ফের দুর্ঘটনার মুখে টয়ট্রেন

রাজ্য

দার্জিলিঙে ফের দুর্ঘটনার মুখে পড়লো হেরিটেজ শিরোপাধারী টয়ট্রেন। মঙ্গলবার দুপুরে দার্জিলিঙ স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বের ডালি এলাকায় মেরিভিলার কাছে এই দুর্ঘটনা ঘটে। টয়ট্রেনটি ঘুম স্টেশন থেকে এনজেপি’ দিকে ফিরছিলো। সেই সময় আচমকাই একটি যাত্রীবাহী চার চাকার গাড়ি টয়ট্রেনের লাইনের ওপর চলে আসে। ফলে টয়ট্রেন ও যাত্রীবাহী গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও টয়ট্রেন দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই। কিন্তু দুর্ঘটনার মুখে পড়া পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা গেছে, যাত্রীবাহী চারচাকার গাড়িটি শিলিগুড়ির দিকে আসছিলো।  
সম্প্রতি সময়ে একাধিকবার টয়ট্রেন যাত্রায় বিঘ্ন ঘটেছে। কখনও ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। আবার কখনও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আবার মাঝেমধ্যেই টয়ট্রেন লাইনচ্যুত হচ্ছে। টয়ট্রেনের ইঞ্জিন বিকল হচ্ছে। ফলে পাহাড়ে বেড়াতে এসে টয়ট্রেনে সফর করতে গিয়ে বারবার হয়রানির মুখে পড়তে হচ্ছে দেশ বিদেশের দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের। টয়ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকদের পাহাড়ি মাঝরাস্তায় টয়ট্রেন থেকে নামিয়ে দেবার মতো ঘটনাও ঘটেছে। 
চলতি মাসের ২৫ তারিখেও কার্শিয়াঙ যাবার পথে শিলিগুড়ি সংলগ্ন সুকনায় লাইনচ্যূত হয় খেলনা গাড়ির ইঞ্জিন। দুর্ঘটনার মুখে পড়ে টয়ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে সোজা উল্টে যায় রাস্তার পাশে জঙ্গলের ভেতরে। ঘটনায় টয়ট্রেনের চালক ও সহকারী চালক সামান্য আহত হন। চলার পথে কেন বারবার লাইনচ্যুত হচ্ছে টয়ট্রেন? ঘন ঘন দুর্ঘটনা ঘটছে কেন ? এক্ষেত্রে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 
 

Comments :0

Login to leave a comment