on this day 1970

টেনিস মহাতারকা আন্দ্রে আগাসি জন্মেছিলেন আজকের দিনে

খেলা

on-this-day-1970

আজ ২৯এপ্রিল। ১৯৭০ সালের আজকের দিনেই জন্মেছিলেন টেনিস মহাতারকা আন্দ্রে আগাসি । ক্যারিয়ারে ৮টি গ্র্যান্ড স্ল্যাম ও ০টি এটিপি ট্যুর চ্যাম্পিয়নের শিরোপাজয়ী আন্দ্রে আগাসি জন্মেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের নেভাডায়। তার বাবা ইমানুয়েল আগাসি ছিলেন একজন ইরানিয়ান বক্সার , টেনিস প্রশিক্ষক। ১৯৮৬তে নিজের পেশাদারি ক্যারিয়ার শুরু করেন আন্দ্রে। তবে ১৯৮৮তে মাত্র ১৮বছর বয়সে ৬টি মেজর শিরোপা জেতেন আন্দ্রে। এরপর তার সঙ্গে পিট সাম্প্রাসের প্রতিদ্বন্দ্বিতা টেনিসের ইতিহাসে এক অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে পরিচিত হয়।মোট ৩৪বারের সাক্ষাতে সাম্প্রাস জিতেছেন ২০বার এবং আন্দ্রে ১৪বার। এরপর আর এক মহাতারকা ফেডেরারের সঙ্গে ১১বারের সাক্ষাতে ৮বারই জিতেছেন ফেডেরার এবং ৩বার আন্দ্রে ব্যাক্তিগত পুরস্কারের মধ্যে ১৯৯৯তে আইটিএফ বিশ্ব চ্যাম্পিয়ন , এটিপি প্লেয়ার অফ দ্যা ইয়ার এবং এটিপি মোস্ট ইম্প্রুভড প্লেয়ারের শিরোপা জিতেছেন। ১৯৯২তে বার্সিলোনা অলিম্পিকে দেশের জার্সিতে জিতেছেন স্বর্ণপদক। ২০০৬ সালে অবসর নেন টেনিস জগতের এই অন্যতম সেরা মহাতারকা । 

 

Comments :0

Login to leave a comment