indian premier league

আইপিএলে রাজস্থানের সামনে গুজরাট

খেলা

GT vs RR IPL ছবি সৌজন্য - গুজরাট টাইটান্স অফিসিয়াল ফেসবুক পেজ

সোমবার জয়পুরের সাওয়ায় মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের সামনে শীর্ষস্থানীয় দল গুজরাট জায়ান্টস। সন্ধ্যা ৭:৩০টায় শুরু হবে ম্যাচ। গত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেঙ্গালুরুর কাছে মাত্র ১১রানে হেরেছিল রিয়ান পরাগের দল। যশস্বী এবং ধ্রুব জুরেলের জুটি ম্যাজিক দেখাচ্ছে বেশ কয়েকটি ম্যাচে। সোমবারও তাই এই জুটির দিকেই তাকিয়ে থাকবে গোটা দল। বোলিংয়ে দায়িত্ব পালন করবেন জোফরা , হাস্রাঙ্গারা। অন্যদিকে শীর্ষে রয়েছে গিলের গুজরাট। গত ম্যাচে কেকেআরকে তারা হারিয়েছে ৩৯রানে। গিল , বাটলাররা দুরন্ত ফর্মে যেমন রয়েছেন। তেমনই আবার বোলিংয়ে ইশান্ত শর্মা , প্রসিদ্ধ কৃষ্ণ ও রশিদ খান রয়েছেন। এর আগে মোট ৭বারের মুখোমুখি সাক্ষাতে ৬বারই জয় পেয়েছে গুজরাট এবং একবার রাজস্থান। তাই সোমবার ঘরের মাঠে হিসেবে বদলাতে চাইছে সঞ্জু স্যামসনরা।   

Comments :0

Login to leave a comment