প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগুন জ্বলছে ইসলামাবাদে। পাকিস্তানের রাজধানী শহরের রাস্তা বিরোধী ইমরানের সমর্থকদের দখলে। পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের দেখলেই গুলির নির্দেশ জারি করল পাকিস্তানের সামরিক বাহিনী।
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাকে তলব করেন। মঙ্গলবার সংঘর্ষে চার পুলিশকর্মী এবং এক বিক্ষোভকারী নিহত বলে জানিয়েছে প্রশাসন।
সেনা এদিন যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে ‘নৈদেশিক আগ্রাসন এবং যুদ্ধের বিপদ মোকাবিলায়’ দেখলেই গুলির নির্দেশ জারি করার সংস্থান রয়েছে। এই ধারাতেই সেনাকে চরম ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি সেনার কাজ ঘিরে অভিযোগ তুলে নাগরিকরা বিচারবিভাগেও যেতে পারবেন না বলে জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানাচ্ছে যে সেনাকে বলা হয়েছে কাউকেই রেয়াত না করতে। যার অর্থ ইমরান খানের দল পিটিআই’র কোনও শীর্ষনেতা বিক্ষোভে নেতৃত্ব দিলেও দেরি না করে গুলি চালাতে পারবে সেনা।
২০১৮ থেকে ২০২২ প্রধানমন্ত্রীর পদে ছিলেন ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। তিনি এখন জেলবন্দি। পাকিস্তানের বিচারবিভাগ এবং প্শাসন কার্যত ইমরান খানের রাজনৈতিক সক্রিয়তা নিষেধাজ্ঞার জালে জড়িয়ে ফেলেছে। তিনি কারারুদ্ধও। জালিয়াতি থেকে সেনার অস্ত্রাগারে আগুন লাগানো, সরকারি সম্পত্তি লুটের মতো একের পর এক গুরুতর অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। সেই ইমরানের মুক্তির দাবিতেই মঙ্গলবার হাজার হাজর সমর্থকদের রাস্তায় নামতে দেখা যায়।
এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচনে বিপুল কারচুপির অভিযোগ তোলেন ইমরানের সমর্থকরা। তার ওপর মূল্যবৃদ্ধি, বেকারি, আইএমএফ’র শর্তসাপেক্ষ ঋণ নিয়ে বিতর্কের জেরে অর্থনীতিরও নাজেহাল দশা। শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে একের পর এক বিক্ষোভ দেখা গিয়েছে পাকিস্তানে। সন্ত্রাসবাদী নাশকতার ঘটনাও বাড়ছে।
Islamabad Shoot at Sight
জ্বলছে ইসলামাবাদ, ইমরানের সমর্থকদের দেখলেই গুলির নির্দেশ সেনার
×
Comments :0