বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রবিবার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান তিনি। গত ৩১ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই চিঠি পাঠান।
চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে শেহবাজ শরীফ লিখেছেন, "আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন"। সুস্থতা কামনা করে তিনি আরো লিখেছেন, 'আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।" পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তাঁর পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ।
চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।
গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে মুক্তি পান খালেদা জিয়া। তারপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি। খালেদা জিয়া বহু বছর হল অসুস্থ। এতদিন কোনও পাক প্রধানমন্ত্রী তাঁর আরোগ্য কামনা করে চিঠি দেননি। শাহবাজ শরিফের চিঠিকে বাংলাদেশের পাশাপাশি বিএনপির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা হিসাবেই দেখছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল। বিএনপিকে বাংলাদেশের আগামী শাসক দল হিসাবে বিবেচনা করেই শাহবাজ শরিফ এই চিঠি লিখেছেন বলে মনে করা হচ্ছে।
Comments :0