Devon Conway's century

প্রথম ইনিংসে শতরান পেলেন ডিভন কনওয়ে

খেলা

Devon Conways century


প্রথম ইনিংসে শতরান পেলেন ডিভন কনওয়ে


চলতি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের ভেন্যু পাকিস্তানের করাচি ন্যাশানাল স্টেডিয়াম। প্রথম ম্যাচ করাচিতে অমীমাংসিত ভাবে শেষ হয়। চলতি দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। ব্যাটে নেমে প্রথম ইনিংসের প্রথম দিন খেলা শেষে কিউ’ই দল ৩০৯ রান করে। ৬ উইকেট হারিয়ে। ম্যাচের তাৎপর্যপূর্ণ দিক নিউজিল্যান্ড দুই ওপেনার ব্যাটার টম ল্যাথাম ও ডিভন কনওয়ে জুটি ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন। ডিভন কনওয়ে যত দিন যাচ্ছে নিজেকে উচ্চ মাত্রায় নিয়ে যাচ্ছেন। চলতি সিরিজেও ভয়ানক ফর্মে রয়েছেন তিনি।

প্রথম ইনিংসে ১৯১ বলে ১২২ রানের লড়াকু ইনিংস খেলেছেন কনওয়ে। সেখানে ছিল ১৬টি চার মারার পাশাপাশি ১টি ছয়ও। তবে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয় বিপক্ষ বাম হাতি অফ স্পিনার আগা সালমানের বলে উইকেট রক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে। সতীর্থ ল্যাথাম করেন ১০০ বলে ৭১ রানের ইনিংস। কিন্তু তাঁকে দ্রুত গতি সম্পন্ন ডান-হাতি বোলার নাসিম শাহের বলে এলবিডব্লিউতে শিকার হতে হয়। প্রথম টেস্ট ম্যাচের নায়ক কেন উইলিয়ামসনকে ৩৬ রানে সাজঘরে ফিরতে হয়। তাঁকে সেটার রাস্তা দেখিয়েছেন ম্যাচে বিপজ্জনক হয়ে ওঠা নাসিম শাহ। 
ক্রিজে ৬২ বলে ৩০ রানে অপরাজিত ব্যাট করছেন উইকেট রক্ষক ব্যাটার টম ব্লান্ডেল। তাঁর সঙ্গে সতীর্থ হিসাবে রয়েছেন ঈশ সোধি। তিনি ২৯ বলে ১১ রানে অপরাজিত আছেন। 

Comments :0

Login to leave a comment