বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২:৩০ টে থেকে । ২০১৭ র পর ফের একবার বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এইবার খেলাটি হচ্ছে পাকিস্তানে। তবে ভারত তাদের সমস্ত ম্যাচগুলো খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথম দিন আয়োজক দেশ পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এই স্টেডিয়ামে সদ্যই একটি ট্রি সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড। তাই পিচের পরিস্থিতি সম্পর্কে তারা ভালোমতই অবগত। ২০১৯ ও ২০২৩ -র বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল পাকিস্তান। ১৯৯৬ বিশ্বকাপের পর প্রায় ২৯ বছর পর একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে পাকিস্তান। স্বভাবতই বেশ উত্তেজিত পাক জনতা। পাক অধিনায়ক রিজওয়ান জানিয়েছেন যে চলতি মাসের ৮ তারিখ মাথায় হালকা চোট পাওয়ায় হ্যারিস রউফ খেলবেন কিনা সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। তবে দলের সেরা একজন খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়না ম্যানেজমেন্ট। অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন যে, আয়োজক দেশের ঘরের মাঠে তাদেরই বিরুদ্ধে প্রথম ম্যাচ অনেকটাই স্পেশাল তাদের কাছে। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ তারিখ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ - রিজওয়ান ( অধিনায়ক ) , ফখর জামান, বাবর আজম, সাউদ, সালমান আলী আঘা, খুশদিল শাহ, তৈয়ব তাহির, শাহিন আফ্রিদি, নাসিম শাহ , আবরার আহমেদ ও মহম্মদ হাসনাইন।
নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ- ডেভন কনওয়ে , উইল ইউং, কেন উইলিয়ামস, ডারেল মিচেল,টম লাথাম , মিচেল স্যান্টনার ( অধিনায়ক ) , গ্লেন ফিলিপ্স , ব্রেসওয়েল , নাথান স্মিথ , জেকব ডাফি ও উইলিয়াম ও রুর্কে ।
Comments :0