Para Teacher Jalpaiguri

জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা

জেলা

জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরের দিকে মিছিল পার্শ্ব শিক্ষকদের।

প্রতিশ্রুতি ছিল রাজ্যে ক্ষমতায় এলে সমস্ত পার্শ্ব শিক্ষককে সর্ব সময়ের শিক্ষক করে দেওয়া হবে। এক দশকের বেশি সময় সরকারে থাকলেও বঞ্চিতই রয়েছেন পার্শ্ব শিক্ষকরা। 
বৃহস্পতিবার, বেতন বৃদ্ধি পেনশন সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জলপাইগুড়ি জেলার পার্শ্ব শিক্ষকদের সংগঠন জেলাশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দিল।
এদিন, জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ে সমবেত ছিলেন সহস্রাধিক পার্শ্ব শিক্ষক।
নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে পার্শ্ব শিক্ষিকা রমলা রায় বলেন, আমরা ভোটের কাজ করি, বিএলও’র কাজ করি, এমনকি বাড়ি বাড়ি ঘুরে শিশুদের স্কুল মুখি করি। অথচ আর দীর্ঘ সময় ধরে আমার বঞ্চিত।
সংগঠনের জেলা আহ্বায়ক কমল বারুই জানান, রাজ্যে সরকারের বাজেটে আমাদের জন্য বরাদ্দ বাড়ানো হয়নি। মূল দাবি ছিল স্থায়ীকরণ সহ,অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারের একজনকে চাকরি প্রদান। মোট ১৩  দফা দাবি পেশ করা হয় জেলাশাসককে।

Comments :0

Login to leave a comment