বিয়ে বাড়িতে সানাই বাজবে, থাকবে নানান রকম খাবার। সেই সব প্রকৃয়া এক প্রকার শেষের পর্যায়ে ছিল। বৃহস্পতিবার মেয়ের বিয়ে হবে। বাড়িতে এসে পৌছাচ্ছেন আত্মীয়স্বজনরা। খুশির আমেজ ছিল গোটা পরিবারে। কিন্তু বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হলো না, উলুবেড়িয়া থানা এলাকার কৈজুড়ী গ্রামে নাবালিকার বিয়েতে বাদ সাধল পুলিশ। মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে, উলুবেড়িয়া থানা এলাকার কৈজুড়ী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার নাবালিকার বিয়ে ছিল। উত্তর ২৪ পরগনার হাবড়ার এক যুবকের সাথে নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। উলুবেড়িয়া থানার পুলিশ সেই খবর পেয়ে তাদের বাড়িতে যায়। বিবাহের বয়স পূর্ণ হওয়ার আগে মেয়ের বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অভিভাবকরা। গোপন সূত্রে উলুবেড়িয়া থানার পুলিশ সেই খবর পেয়ে বিয়ে বন্ধ করে দেয়। পরিবারকে বোঝানো হয় পাত্র বা পাত্রীর বিয়ের বয়স পূর্ণ না হলে বিয়ে দেওয়া আইনত বৈধ নয়। পাশাপাশি বাল্য বিবাহের কুফল সম্পর্কে বোঝান হয় তাঁদের। নাবালিকার পরিবারের কাছ থেকে মুচলেখা লিখিয়ে নিয়েছে পুলিশ। জানা গেছে, উলুবেড়িয়া থানার কৈজুড়ীর বাসিন্দা ওই নাবালিকা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদিও প্রথম থেকেই নাবালিকার পরিবার কম বয়সের বিষয়টি অস্বীকার করতে থাকে। পরে পুলিশ নাবালিকার বয়সের প্রমানপত্র খুঁজে বের করে। তাতে দেখা যায় নাবালিকার বিয়ের বয়স হয়নি। পুলিশ নাবালিকার বিয়ে বন্ধ করে তাকে হোমে পাঠায়।
Uluberia Police
নাবালিকার বিয়ে রুখল পুলিশ

×
Comments :0