Jalpaiguri SFI DYFI

জলপাইগুড়িতে লাঠিচার্জ পুলিশের, আটক ছাত্র-যুব নেতৃত্ব, বিক্ষোভের জেরে মুক্তি রাতে

জেলা

জলপাইগুড়িতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ।

দীপশুভ্র সান্যাল

‘অভয়া’ বিচারের দাবিতে ছাত্র-যুব অবস্থানে লাঠি চালালো পুলিশ। জলপাইগুড়িতে ছাত্র-যুব নেতৃবৃন্দকে গ্রেপ্তারও করা হয়। প্রতিবাদ ব্যাপক চেহারা নেওয়ায় সোমবার রাতে ধৃতদের মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ।
এসএফআই-ডিওয়াইএফআই রাজ্যজুড়ে আর জি কর কাণ্ডে সব অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে প্রতিবাদ চালাচ্ছে। 
এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে ছাত্র-যুব মিছিল যায়। থানার সামনের গেটে ব্যারিকেড করে দাঁড়ায় বিরাট পুলিশ বাহিনী। 
ছাত্র যুবদের মিছিল থানায় পৌঁছলে টোটোয় বাঁধা মাইকে বক্তব্য রাখতে থাকেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভায়ু পাল। অভিযোগ, এই সময়ে পুলিশ ছাত্র-যুব-মহিলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে কটুক্তি করা হয়। প্রতিবাদ করলে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। পুলিশের ব্যারিকেড উল্টে পড়ে। লাঠিচার্জ শুরু করে কোতোয়ালি থানার সামনে উপস্থিত পুলিশ বাহিনী লাঠিচার্জ করতে করতে তাড়া করে টেম্পল স্ট্রিট পর্যন্ত ধেয়ে আসে পুলিশ। 
শুভায়ু পাল ও এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষকে পুলিশ আটক করে থানার ভিতরে নিয়ে যায়। উপস্থিত নেতৃবৃন্দ তৎক্ষণাৎ জলপাইগুড়ি কোতোয়ালী থানার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। থানার সামনে শুরু হয় বিক্ষোভ। 
ছাত্র যুবদের আটক করার পরিপ্রেক্ষিতে থানার সামনে অবস্থান কর্মসূচি খবর পেয়ে ছুটে আসেন বহু মানুষ। সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত থানায় আটক রাখার পর অ্যাডিশনাল এসপি ও আইসি কোতোয়ালি ছাত্র যুবদের মুক্তি দিতে বাধ্য হন।
থানা থেকে বেরিয়ে ছাত্র যুব নেতৃবৃন্দ ও অন্যান্য গণ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা মিছিল করেন।

Comments :0

Login to leave a comment