MANIPUR POLIT BUREAU

ভয়াবহ হিংসা, মণিপুরে কেন্দ্রের দৃঢ় হস্তক্ষেপের দাবি পলিট ব্যুরোর

জাতীয়

মণিপুরে ভয়াবহ হিংসা নিয়ন্ত্রণে কেন্দ্রের দৃঢ় হস্তক্ষেপের দাবি জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। 
সোমবার সিপিআই(এম) পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের সব জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করতে হবে। শান্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক সমাধানের গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে হবে।  
পলিট ব্যুরো বলেছে, হত্যা এবং পালটা হত্যার জেরে মণিপুরে হিংসা ভয়াবহ আকার নিয়েছে। গত ৭ নভেম্বর থেকে মণিপুরে বিভিন্ন ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। অপহৃত মহিলা এবং শিশুদের দেহ উদ্ধার ভয়ঙ্কর ঘটনার হওয়ার পর উপত্যকা জ্বলছে। 
পলিট ব্যুরো বলেছে, গোড়া থেকে পরিস্থিতির অবনতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী বীরেন সিং। কিন্তু কেন্দ্রের সরকার তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে নারাজ। এখন অবস্থা এমন যে রাজ্য সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণই নেই। 
পলিট ব্যুরো বলেছে, এখনই কেন্দ্রীয় সরকারের দৃঢ় হস্তক্ষেপ জরুরি।   

Comments :0

Login to leave a comment