Potato Farmers Bengal

দাম নেই, গোয়ালতোড়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ কৃষকদের

জেলা

কেজি-তে অন্তত ১৩ টাকা দরে কিনতে হবে আলু। এই দাবিতে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় প্রতিবাদ জানান কৃষকরা। 
রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছেন কৃষকরা। বৃহস্পতিবার গোয়ালতোড়ে গড়বেতা ৩ নম্বর ব্লক দপ্তরে হয় অভিযান। সড়ক রাস্তায় আলু ফেলে কৃষকদের বিক্ষোভ হয়। দাবি ওঠে কুইন্টালে ১৩০০ টাকা দিতে হবে। যা কেজিতে ১৩ টাকা।
বীজ, সার, বিদ্যুৎ, কীটনাশক- কৃষির প্রতিটি উপাদানের খরচ বাড়ছে লাফিয়ে। আলুর ফলনও রাজ্যে ভালো হয়েছে। কিন্তু দুশ্চিন্তায় কৃষকরা। কারণ পাইকাররা মাঠে ঘুরে বেড়াচ্ছে। কেজিতে ৬-৯ টাকার বেশি দর দিতে চাইছে না। অথচ খোলা বাজারে আমজনতা এই আলু কিনছেন ২৫-৩০ টাকা দরে।
সারা ভারত কৃষক সভা ক্ষোভ জানিয়েছে রাজ্যের ভূমিকা নিয়েও। কৃষকদের বাঁচাতে এগিয়ে আসার বদলে পাইকারদের দাবি মতো দাম বাঁধছে রাজ্য। কেজি-তে ৯ টাকার বেশি দিতে নারাজ।  
এদিন পশ্চিম মেদিনীপুরের কৃষকরা দাবি তুলেছেন, দাম ঘোষণার পাশাপাশি সরকারি ক্রয় কেন্দ্র চালু করতে হবে। এই ফসল কেনা নিয়েও চলে দুর্নীতি। তার প্রতিকার করতে হবে।
২৮ ফেব্রুয়ারি রাজ্যে সর্বত্র আলুর দামের পাশাপাশি চালের মূল্য নিয়ন্ত্রণ এবং ১০০ দিন কাজের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সভার মতো বিভিন্ন কৃষক সংগঠন।

Comments :0

Login to leave a comment