রাজ্যে অভয়া আন্দোলনের অন্যতম মুখ ডাঃ সুবর্ণ গোস্বামীকে অন্যায়ভাবে বদলির প্রতিবাদে সোমবার বর্ধমানে গণজমায়েত থেকে প্রতিবাদ করা হয়। ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে এই গণআন্দোলন থামিয়ে দেওয়া যাবে না এদিন প্রতিবাদ মঞ্চেই তা ঘোষণা করা হয়েছে।
কার্জনগেটের সামনে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অভয়ার মা ও বাবাও। আগে ডাঃ সুবর্ণ গোস্বামীকে সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে বদলি করায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সিএমওএইচ অফিসের সামনে বিক্ষোভ দেখায়। চিকিৎসকদের সিএমওএইচ দপ্তরে ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের সাথে রীতিমত বচসার পর চিকিৎসকরা সিএমওএইচ'র দপ্তরে ঢুকে তাঁর সাথে দেখা করেন। আরজি কর কান্ডে নাগরিক আন্দোলনের মুখ পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ ডাঃ সুবর্ণ গোস্বামীর প্রতিহিংসামূলক বদলির বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছে এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। এদিন সিএমওএইচ দপ্তরে সংগঠনের রাজ্য সম্পাদক উৎপল ব্যানার্জির নেতৃত্বে ১২ জনের প্রতিনিধি দল প্রতিবাদ পত্র তুলে দেন সিএমওএইচ জয়রাম হেমব্রমের হাতে। প্রসঙ্গত ডাঃ গোস্বামীকে শাসকের প্রতিহিংসা ২০১১ সালের পর ৮ বার বদলি করা হয়েছে। তবু তিনি শাসকের কাছে মাথা নত করেননি।
এদিন কার্জনগেটের সামনে উপচে পড়া ভিড়ের মধ্যে সভায় বক্তব্য রাখেন অভয়ার বাবা, মা। এছাড়াও বলেছেন এএইচএসডি’র রাজ্য সম্পাদক উৎপল ব্যানার্জি, কো-অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক বিদ্যুৎ দাস, জুনিয়র ডাক্তার শেখ মহম্মদ শাগির, জয়তী ভট্টাচার্য্য প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ডাঃ মৃনাল কান্তি ঘোষ।
এই নাগরিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ উৎপল ব্যানার্জি বলেন, "অভয়ার খুন, ধর্ষন ও বিচার না পাওয়া এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। দুর্নীতি টিকিয়ে রাখতে ও দুর্বৃত্তদের আড়াল করতে চেয়েছে শাসক। বাংলার প্রতিবাদী মানুষই এই মাফিয়াচক্র, থ্রেট কালচারের শিকার। শুধু চিকিৎসক নয় সাধারন শ্রমজীবী মানুষের উপর অত্যাচার, হুমকি নামিয়ে আনা হয়েছে। পুলিশ দিয়ে মানুষের প্রতিবাদ, আন্দোলনকে দমানোর চেষ্টা হচ্ছে। সিএমওএইচ’র সাথে দেখা করতে যাবো সেখানেও পুলিশ দিয়ে আটকানো হচ্ছে অতীতে এ জিনিস কোথাও দেখিনি। রাজ্যজুড়ে মহিলারা খুন, ধর্ষন, নারী নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু বিচার পাচ্ছেন না। বর্তমানে অপরাধীদের অবাধ বিচরন আর প্রতিবাদ করলেই তাঁদের উপর দমন পীড়ন, অন্যায়ভাবে বদলি করা হচ্ছে। তিনি বলেন, "এই দুর্নীতি রাজে জাল ওষুধে ছেয়ে গেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।"
অভয়ার বাবা বলেছেন, "৯আগষ্ট যেমন কলঙ্কিত দিন তেমনই ২১মার্চ ও কলঙ্কিত দিন। যে আমার মেয়ের দেহ ছিনতাই করে নিয়ে জোর করে পুড়িয়ে দিল তাঁকেই মুখ্যমন্ত্রী পুরস্কৃত করলেন। এই অন্যায় রাজের অবসান করতে যাঁরা রাস্তায় নেমেছেন তাঁরা সকলেই আমার পরিবারের সদস্য। আমি আমার মেয়েকে হারিয়েছি ঠিকই কিন্তু একটা বড় পরিবার পেয়েছি।" তিনি বলেছেন, "যা কিছু আমার মেয়ের খুনের পর ঘটেছে সবই মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে সেটা উনি প্রমান করে দিয়েছেন।" তিনি এদিন ডাঃ সুবর্ণ গোস্বামীর অন্যায় বদলীর তীব্র ভাষায় নিন্দা করেছেন।
Comments :0