QUIZ NATUNPATA 29 JUNE ANS.

বলতে পারো ২৯ জুন - সমাধান

ছোটদের বিভাগ

QUIZ NATUNPATA 29 JUNE  ANS

বলতে পারো  ২৯ জুন  - সমাধান

অমল কর

জিজ্ঞাসা

১) মধুসূদন দত্ত কবে মাইকেল
মধুসূদন দত্ত হলেন?

২) কোন্ ছদ্মনামে মধুসূদন সনেট
গীতিকাব্য খণ্ডকাব্য ইত্যাদি রচনা করেন?

৩) মধুসূদন কোন্ কোন্ ভাষা জানতেন?

৪) মধুসূদন কোন্ কোন্ গ্ৰন্থ রচনা করেন ?

৫) 'মেঘনাদ বধ কাব্য' মহাকাব্য মধুসূদন কবে রচনা করেন?

৬) মাইকেল
মধুসূদন দত্ত কে বাংলার কোন সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়?

 


সমাধান

১)১৮৪৩ সালের ৯ই ফেব্রুয়ারি
ওল্ড মিশন চার্চে রেভারেন্ড
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় -এর 
কাছে মাত্র ১৯ বছর বয়সে মধুসূদন খ্রিস্টধর্ম গ্ৰহণ করেন।

২) টিমোথি পেনপোয়েম ছদ্মনামে ‌।

৩) বাংলা ইংরেজি সংস্কৃত ফারসি
আরবি গ্ৰিক লাতিন হিব্রু জার্মানি 
ইতালি ফরাসি তামিল তেলেগু প্রভৃতি।

৪) দি ক্যাপটিভ লেডি(১৮৪৮),
ভিসিয়নস অফ দি পাস্ট,রত্নাবলী-র 
অনুবাদ (১৮৫৮),  বাংলা ভাষায়
প্রথম মৌলিক নাটক 'শর্মিষ্ঠা'(১৮৫৮),
একেই কি বলে সভ্যতা,বুড়সালিকের 
ঘাড়ে রোঁ, পদ্মাবতী, তিলোত্তমা সম্ভব, মেঘনাদবধ ,বীরাঙ্গনা,কৃষ্ণকুমারী,
ব্রজাঙ্গনা,নীলদর্পণ(অনুবাদ)প্রভৃতি।

৫)'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১) ।

৬)বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।


 

Comments :0

Login to leave a comment