সোমবার বারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে। বারাকপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনিত ও কং সমর্থিত সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষ। বারাকপুর লোকসভা কেন্দ্রের কাচড়াপাড়া, হালিশহর, নৈহাটি শহর ও গ্রাম, জগদ্দল, শ্যামনগর, ইছাপুর, পলতা, বারাকপুর, আমডাঙা জুড়ে সর্বত্রই সিপিআই(এম) কর্মী সমর্থকরা বুথ ক্যাম্প ও চেইন ফ্লাগ লাগানোর কাজ করছেন। অভিযোগ ইতিমধ্যেই এই কেন্দ্রের তৃণমূল ও বিজেপি টাকা বিলি করছে। এই শিল্পাঞ্চল তৃণমূলের ভোটলুটের চেহারা গত তেরো বছর ধরে দেখে আসছেন। তৃণমূল ও বিজেপি’র ছত্রছায়ায় এই শিল্পাঞ্চলের দুস্কৃতীরা নিরাপদে থাকে। এবার মানুষ ভোট লুটেরাদের রুখতে জোটবদ্ধ হয়েছেন। নিজের ভোট নিজে দেবন এই মেজাজটা লোকসভা কেন্দ্রের সর্বত্রই মানুষের মধ্যে দেখা যাচ্ছে। বারাকপুর শিল্পাঞ্চলের মানুষ শান্তি চায়।
রাত পোহালেই পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার ছয় রাজ্য ও দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ টি আসনে ভোট হবে। সোমবার ভোট গ্রহণ হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগ পশ্চিমবঙ্গের এই সাতটি কেন্দ্রে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। শেষ হবে সন্ধ্যা ৬টায়।
পঞ্চম দফায় ভোট হবে কেন্দ্রশাসিত লাদাখ ও জম্মু কাশ্মীরে। এছাড়াও ভোট হবে ঝাড়খন্ডের ৩ কেন্দ্রে, ওড়িশার ৫ কেন্দ্রে, উত্তর প্রদেশের ১৪ লোকসভা কেন্দ্রে, বিহারের ৫ টি আসনে, মহারাষ্ট্রের ১৩ এবং পশ্চিমবঙ্গের ৭টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
রবিবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টারে ভোটগ্রহণের দায়িত্বে থাকা ভোট কর্মীরা
তাঁদের নিজেদের যাবতীয় সরঞ্জাম বুঝে রওনা দিচ্ছেন ভোটগ্রহণ কেন্দ্রে। পুলিশ কর্মীরাও তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর কেন্দ্রের শান্তিপূর্ণ ভোট করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কুইক রেসপন্স টিমও মোতায়েন থাকবে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মোট প্রার্থীর সংখ্যা ১৪। মোট ভোটার ১৫ লক্ষ ২ হাজার ৯২৩ জন। মহিলা ভোটার ৭ লক্ষ ৩৫ হাজার ৯২১ জন। পুরুষ ভোটার ৭ লক্ষ ৬৬ হাজার ৯৫৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬। মোট ভোটগ্রহণ কেন্দ্র ১ হাজার ৫৯১টি। স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র ১ হাজার ৬৯টি। থাকবে ৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাজ্য পুলিশের ২ হাজার ৯০৮ জন কর্মীও।
Lok Sabha Election 2024
বারাকপুরে বুথ ক্যাম্প সাজছে লাল ঝান্ডায়
×
Comments :0