QUIZZ / NatunPata — AML KAR / 21 DECEMBER - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান - ২১ ডিসেম্বর / নতুনপাতা

ছোটদের বিভাগ

QUIZZ  NatunPata  AML KAR  21 DECEMBER - ANS

নতুনপাতা

বলতে পারো   

অমল কর  

সমাধান - ২১ ডিসেম্বর

জিজ্ঞাসা

১)শচীন তেন্ডুলকার কোন্ কোন্ প্রধান পুরস্কার পান ?
২) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ৭ বার ৪০০ রানের বেশি রান করে।কার কার বিরুদ্ধে,কবে কবে?
৩)কোস্তা রিকা সম্বন্ধে কি জানো? 
৪)ভারতে কোন্ রাজ্য সবচেয়ে বেশি লবণ উৎপাদন করে?
৫)সুন্দরবন কোন্ সালে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায় ?
৬) রবীন্দ্রনাথ ঠাকুর -এর প্রথম টেলিফোন নম্বর কত ছিল ?

সমাধান

১)শচীন তেন্ডুলকার রাজীব খেলরত্ন,অর্জুন, পদ্মভূষণ, ভারতরত্ন উপাধি পান।
২)ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ওয়স্ট
ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রান করে ২০১১ সালে ৫উইঃ ৪১৮ রান।এ ছাড়া 
বিভিন্ন সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১৪/৭, বারমুডার বিপক্ষে ৪১৩/৫, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১০/৪, ৪০৯/৮ বাংলাদেশের বিরুদ্ধে , শ্রীলঙ্কার বিপক্ষে ৪০৪/৫, এবং দঃ আফ্রিকার বিরুদ্ধে 
৪০১/৩ রান করে ।
৩)কোস্তা রিকা মানে রিচ কোস্ট। ৮৫ লক্ষ মানুষের শান্তিপূর্ণ এই দেশে ১৯৪৯ সাল থেকে সেনাবাহিনী নেই।৩০০টি আলাদা বিচ, উপকূলের দৈর্ঘ্য
১৩০০কিমি।কফি রপ্তানি প্রধান আয়।
শিক্ষার হার ৯৫ শতাংশ। 
৪)ভারতে গুজরাত সবচেয়ে বেশি লবণ উৎপাদনকারী রাজ্য।
৫)২০১৯ সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায় ।
৬)১৯২৪ সালে টেলিফোন ডাইরেক্টরিতে
স্যার রবীন্দ্রনাথ টেগোর -এর ফোন
নম্বর ছিল বড়বাজার ১৯৪৫।

Comments :0

Login to leave a comment