QUZE \ AML KAR \ NATUNPATA \ ANS : 24 OCTOBER 2024

বলতে পারো \ অমল কর \ নতুনপাতা \ উত্তর : ২৪ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  ANS  24 OCTOBER 2024

বলতে পারো
অমল কর

নতুনপাতা 

উত্তর : ২৪ অক্টোবর ২০২৪

 

 

 

 

জিজ্ঞাসা
১. সাইক্লোনের ল্যান্ডফল কী? 
২. সাইক্লোন কাকে বলা হয়?
৩. প্রখ্যাত কবি সমর সেন-এর প্রকাশিত গ্ৰন্থ কতগুলো? কি কি?
৪. শিশুসাহিত্যিক সুখলতা রাও সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৫. ৫০ বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। হীরকজয়ন্তী কাকে বলা হয়?
৬. কারাকোরাম হাইওয়ে সম্বন্ধে কি জানো?

সমাধান
১. ল্যান্ডফল হল একটি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন জলের উপরে থাকার পরে ভূমিতে আসার ঘটনা ।
২. যখন বাতাস প্রতি ঘন্টায় ১১৮ কিলোমিটারের উপরে উঠে তখন তাকে ঘূর্ণিঝড় বলা হয়। ঘূর্ণিঝড়গুলি দেখতে মেঘের বিশাল ডিস্কের মতো।
৩. প্রখ্যাত কবি সমর সেন (১৯১৬-১৯৮৭) ১৯৩৪ থেকে ১৯৪২, মাত্র ১২ বছরের কবিতা চর্চার পরিসরে রচনা করেন কয়েকটি কবিতা (১৯৩৭), গ্ৰহণ(১৯৪০), নানা কথা (১৯৪২), খোলা চিঠি (১৯৪৩), তিন পুরুষ (১৯৪৪), সমর সেনের কবিতা (১৯৫৪)। তিনি ছিলেন অধ্যাপক, অনুবাদক, সাংবাদিক , 'কবিতা'  পত্রিকার সম্পাদক এবং  ইংরেজি Frontier পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
৪. শিশুসাহিত্যিক সুখলতা রাও ( বাবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী,মা বিধুমুখী, স্বামী জয়ন্ত রাও) সম্পাদনা করেন "আলোক" নামে পত্রিকা ( ইংরেজি ও বাংলায়)। তিনি শিশুতোষ ছড়াকার ও গল্পকার। ভারত সরকার ১৯৫৬ সালে তাঁকে কায়সার -ই-হিন্দ পুরস্কার প্রদান করে। তাঁর প্রকাশিত কয়েকটি গ্ৰন্থ : লালুভুলুর দেশে,নিজে পড় নিজে শেখ,গল্প আর গল্প, সোনার ময়ূর,ঈশপের গল্প , হিতোপদেশের গল্প প্রভৃতি।
৫. ৬০ (ষাট) বছর পূর্তিকে হীরকজয়ন্তী বলা হয়।
৬. ১৫৩৯৭ ফুট উচ্চতায় পাকিস্তান থেকে ৮০০ মাইল দৈর্ঘ্য চিন পর্যন্ত দুর্গম কারাকোরাম হাইওয়ে ১৯৫৯ সালে শুরু করে ১৯৮৬ সালে শেষ হয়। এটি বিশ্বের অষ্টম আশ্চর্য ।
 

 

Comments :0

Login to leave a comment