QUZEE / NatunPata — AML KAR / 28 September 2023 - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান ২৮ সেপ্টেম্বর - নতুনপাতা

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  28 September 2023 - ANS

বলতে পারো

অমল কর / সমাধান ২৮ সেপ্টেম্বর 

জিজ্ঞাসা

১)ফুটবল খেলা থেকে অবসর নেবার পর
চলচ্চিত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এরকম ছয়জন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের নাম বলো।
২)রঞ্জি ট্রফিতে এক ম্যাচে সর্বাধিক রান
কে করেন?
৩)শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কবে কেন কারা 'বিদ্যাসাগর' উপাধি দেয়?
৪)পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরচিত 
কয়েকটি গ্ৰন্থের নাম বলো।
৫)কোন্  মহিলা ঔপন্যাসিক পুরুষের ছদ্মনামে লিখে বিখ্যাত হন?
৬)বাঘ, বাদুড়,গোরু,হরিণ ও হাতির ছানা (বাচ্চাদের) ইংরেজিতে কি নামে ডাকা হয়।
 

সমাধান

১)এরিক কাঁতোনা (ফ্রান্স), ভিনি জোন্স 
(চেলসি), পেলে (ব্রাজিল) , ডেভিড বেকহ্যাম(ইংল্যান্ড), পল ব্রাইটনার
(জার্মান),কার্লো আনচেলত্তি (ইতালি)__
ফুটবল খেলা থেকে অবসরের পর
চলচ্চিত্রেও বিখ্যাত।
২)রঞ্জি ট্রফিতে এক ম্যাচে বাংলার দেবাং গান্ধি রেলওয়েজের বিরুদ্ধে ১৯৯৮-৯৯ সালে সর্বাধিক রান করেন __মোট ৩২৩ রান।
৩)সংস্কৃত ভাষা ও সাহিত্যে ( বাংলা
ও ইংরেজিতেও সমান দক্ষ) অগাধ পাণ্ডিত্য ও দক্ষতার জন্য ১৮৩৯ সালে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে সংস্কৃত কলেজ 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে। 
৪) বর্ণপরিচয় , কথামালা,বোধোদয়,
আখ্যানমঞ্জরী ব্যাকরণ কৌমুদি , বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা ,ব্রজবিলাস
প্রভৃতি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 
অনন্য গ্ৰন্থরাজি।
৫) দি মিল অন দ্য ফ্লস , মিডলমার্চ
ইত্যাদি উপন্যাসস্রষ্টা মহিলা ঔপন্যাসিক মেরি  অ্যান ইভান্স(১৮১৯-১৮৮০)
পূরুষের ছদ্মনাম 'জর্জ এলিয়ট' গ্ৰহণ করে খ্যাতি অর্জন করেন ।
৬) বাঘ( কাব্), বাদুড়( পাপ্),গোরু
(কাফ্),হরিণ (ফন) ও উটপাখি (চিক)
__বন্ধনীতে চিহ্নিত ইংরেজি নাম।

Comments :0

Login to leave a comment