RG Kar

দিল্লি গেলেন অভয়ার পরিবার

রাজ্য

দিল্লি উদ্দেশ্যে রওনা দিলেন আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’র ডিরেক্টরের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকাল সৌয়া সাতটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। দিল্লিতে গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন নির্যাতিতা নিহত চিকিৎসকের পরিবার। তাদের বক্তব্য প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে কোন পরিকল্পনা আমাদের নেই। কারণ তাঁরা আমাদের সঙ্গে দেখা করতেই চাইছেন না। সুপ্রিম কোর্টের তাদের আইনজীবির সঙ্গে ও দেখা করার কথা জানিয়েছেন নির্যাতিতার বাবা। তিনি বলেছেন,‘‘মামলাটি যাতে সুপ্রিম কোর্টের থেকে কলকাতার হাইকোর্টে আসে সেই বিষয়ে আলোচনা করতে। আমাদের সঙ্গে দিল্লিতে যাচ্ছেন শিয়ালদহ কোর্টের আইনজীবী ছাড়াও চিকিৎসকের একটি টিম। আগামী ১৭ মার্চ আরজি কর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে দিন ধার্য হয়েছে। সেইদিন যাতে আমাদের মামলাটি কলকতা হাই কোর্টে নিয়ে আসতে পারি সেই বিষয়ে সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে দিল্লি যাচ্ছি। সিবিআই’র ভূমিকায় ক্ষুব্ধ আর জি কর হাসপাতালে নিহত তরুণী ট্রেনি চিকিৎসকের বাবা এদিন বলেন, ‘‘দিল্লির সিজিও কমপ্লেক্সে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’র ডিরেক্টরের সঙ্গে দেখা করে জানতে চাইব তদন্তের অগ্রগতির কথা।’’
 

Comments :0

Login to leave a comment