RG KAR PARENTS

সোমবার হাইকোর্টে আর জি মামলা, প্রতিবাদ সভায় বাবা-মা

রাজ্য জেলা

মেয়ের দেহ দ্রুত দাহ করে প্রমাণ লোপাটে জড়িত যারা, তাদের মিলছে ‘পুরস্কার’। এমন কঠিন সময়েও লড়াই ছাড়ছেন না নির্যাতিতার বাবা-মা। 
আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে শনিবার বারাকপুরে হয়েছে সভা। সভায় এসে নির্যাতিতার বাবা বললেন, ‘‘আগামী সোমবার তৃতীয়বারের জন্য আমাদের মামলা হাইকোর্টে শুনানি হবে। তীর্থঙ্কর ঘোষের এজলাসে সে মামলা উঠবে। ৫৪ খানা  প্রশ্ন আমরা রেখেছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব।’’
সভায় অংশ নিলেন নাট্য ব্যক্তিত্ব ও সমাজের বিশিষ্ট চিকিৎসকরা। 
পানিহাটি পৌরসভার চেয়ারম্যান পদে শুক্রবারই নিয়োগ করা হয়েছে তৃণমূলের সোমনাথ দে-কে। যাঁকে দেখা গিয়েছিল শ্মশানে দেহ দ্রুত পুড়িয়ে দেওয়ার কাজে। 
নির্যাতিতার বাবা বলেন, ’’সোমনাথ দে-র বিষয় হাইকোর্টে উল্লেখ করা হয়েছে আগেই। নির্মল ঘোষ , সোমনাথ দে, সন্দীপ মুখার্জী- এই তিনজনে মিলে এই ঘটনার সাথে যুক্ত। তারা আমার মেযের দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে।’’ 
ব্যারাকপুর অভয়া মঞ্চের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় ‘মননে অভয়া, স্মরণে সলিল’ শীর্ষক প্রতিবাদ সভা করে। ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে ধিক্কার মিছিল বের হয়। সেই মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড়, বিটি রোড হয়ে আবার ব্যারাকপুর স্টেশনে গিয়ে এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিল শেষ হয়। 
বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ডাঃ তমোনাশ চৌধুরী, ডাঃ পুণ্যব্রত গুণ, ডাঃ আসফাকুল্লা নায়ার এবং ডাঃ উৎপল ব্যানার্জি। 
সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী কল্যাণ সেন বরাট, কঙ্কন ভট্টাচার্য প্রমুখ। প্রতিবাদী ছবি আঁকেন পার্থ চৌধুরী এবং অধ্যাপক দিপালী ভট্টাচার্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকার নাটক পরিচালক চন্দন সেন। 

Comments :0

Login to leave a comment