প্রসূন ভট্টাচার্য: সিউড়ি,
জাতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’তে তৃণমূল রয়েছে ষড়যন্ত্র করার অপকৌশল নিয়ে। রবিবার সিউড়িতে সিপিআই(এম)’র বীরভূম জেলা সম্মেলনে পার্টির পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম এই মন্তব্য করে বলেছেন, ইন্ডিয়াতে আমরা বামপন্থীরাও আছি, আবার তৃণমূলও আছে, এটা দেখে পশ্চিমবঙ্গে অনেকের অস্বস্তি হয়। কিন্তু আমরা ইন্ডিয়াতে রয়েছি সাম্প্রদায়িক ফ্যাসিবাদী আরএসএস বিজেপি’র হাত থেকে দেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে রক্ষা করতে, আমাদের উদ্দেশ্য স্পষ্ট এবং সেটা মতাদর্শগত রাজনৈতিক অবস্থান। কিন্তু তৃণমূল ইন্ডিয়াতে রয়েছে অন্য কারণে, ওরা ভিতরে থেকে ইন্ডিয়াকে ভাঙার ষড়যন্ত্র করছে।
রবিবার সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে সিপিআই(এম)’র বীরভূম জেলা ২৪ তম সম্মেলন শেষ হয়েছে। এদিন সম্মেলনে পেশ করা খসড়া রাজনৈতিক সাংগঠনিক প্রতিবেদনের ওপরে প্রতিনিধিদের আলোচনার পরে জবাবী ভাষণ দিয়েছেন জেলা সম্পাদক গৌতম ঘোষ। প্রতিনিধিদের সামনে রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে রামচন্দ্র ডোম বলেন, অন্য বুর্জোয়া দলগুলির সঙ্গে বিজেপি’র ফারাক আছে, কারণ বিজেপি পরিচালিত হয় ধর্মীয় ফ্যাসিবাদী আরএসএস’এর হাতে। শুধু ভারতে নয়, সারা বিশ্বেই অর্থনৈতিক সঙ্কটে পুঁজিবাদ নিজেদের অস্তিত্বরক্ষার জন্য চরম দক্ষিণপন্থার দিকে ঝুঁকেছে। এর জন্যই নয়া ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, ভারতেও সেই প্রবনতাই চলছে। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন হয়ে সরকারে বসে আছে বিজেপি। বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের লড়াইয়ের জন্য এবারের নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু সরকারে রয়েছে, তাই বিপদও কাটেনি। এই জন্যই ধর্মীয় ফ্যাসিবাদের মোকাবিলায় যুক্তফ্রন্টের কৌশল নিয়ে বিজেপি বিরোধী সব বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করাটা আমাদের রাজনৈতিক দায়িত্ব।
বীরভূম জেলা সম্মেলনের শেষপর্বে পার্টির জেলা কমিটির সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন গৌতম ঘোষ। এদিন সম্মেলন থেকে ৪২জনকে নিয়ে পার্টির নতুন জেলা কমিটি গঠিত হয়েছে, জেলা কমিটিতে মহিলা সদস্য রয়েছেন ৬ জন।
Comments :0