Ramiz Raja's Reaction on Ouster

উনি ব্যাটই ধরেননি কোনওদিন: বিস্ফোরক রামিজ

খেলা

Ramiz Rajas Reaction on Ouster

অপসারণ নিয়ে মুখ খুললেন রামিজ রাজা। পাকিস্তানের প্রাক্তন এই ওপেনার সদ্য প্রাক্তন বোর্ড সভাপতিও। মেয়াদের মাঝপথেই সরানো হয়েছে রামিজকে। তাঁর জায়গায় নতুন সভাপতি নজম শেটি। রামিজের প্রতিক্রিয়া, ‘‘পাকিস্তান ক্রিকেটা বোর্ডের এই সভাপতি কোনওদিন ব্যাট ধরেননি।’’  

ইউটিউবে এক সম্প্রচারে রামিজ বলেছেন, ‘‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে সরানো হয়েছে। তাও হয়েছে ক্রিকেট মরশুমের মাঝপথে। যখন অন্য দেশের সঙ্গে দেশের মাটিতে সিরিজ চলছে।’’ তাঁর ক্ষোভ, ‘‘এই নজম শেটিকে মাথায় বসানোর জন্য বোর্ডের সংবিধান পর্যন্ত বদলানো হয়েছে।’’ 

রামিজের হুঁশিয়ারি পাকিস্তান সরকারকে লক্ষ্য করেই। তিনি বলেছেন, ‘‘আন্তর্জাতিক মঞ্চে এই বিষয় তুলব। বিশ্বের কোথাও এমন হয় না। ক্রিকেট বোর্ডে এমন রাজনৈতিক প্রসাসনিক হস্তক্ষেপ বন্ধ হওয়া জরুরি।’’ 

রামিজের বক্তব্য, নতুন কর্তারা প্রধান কোচের পদ থেকে কিংবদন্তী স্পিনার সাকলিন মুস্তাককে সরিয়ে মিকি আর্থারকে ফিরিয়ে আনতে চায়। মুস্তাকের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হচ্ছে জানুয়ারিতে। নতুন চুক্তি তাঁর সঙ্গে আর হবে না। রামিজ বলেন, ‘‘যে কোনওদিন ব্যাট ধরেননি তাঁকে বসানো হলো বোর্ড সভাপতির পদে। এই লোকটাকেবল প্রচারের আলোয় আসতে চায়। ক্রিকেটের ভালোমন্দের সঙ্গে কোনও সম্পর্ক নেই।  

Comments :0

Login to leave a comment