Ranji: Bangla vs Uttarakhand

আজ বাংলার সামনে উত্তরাখণ্ড

খেলা

Ranji Bangla vs Uttarakhand

মঙ্গলবার রঞ্জিতে বাংলা চতুর্থ ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। বিপক্ষে যেই থাকুক, বাংলার লক্ষ্য জয়ই। সেইমতোই প্রস্তুতি নিয়েছে বাংলা। নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের পর অভিমন্যু ঈশ্বরন, মনোজদের আত্মবিশ্বাস তুঙ্গে। 
শেষ ম্যাচে বাংলা দলগত পারফরম্যান্স করেছিল। 

 

এই ম্যাচেও সেই ধারা বজায় রাখতে চায়। ব্যাটিং লাইন আপে অভিমন্যু ফেরায় শক্তি বেড়েছে। রানের মধ্যে আছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসাবে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে খেলতে নামবেন। যা নজির। এরকম বিরল নজির ডন ব্র্যাডম্যান, লারা, শচীন তেন্ডুলকরের কারোর নেই। ফলত, ঈশ্বরন বেশ আবেগী হয়ে পড়েছেন। সদীপ ঘরামি এ বছর দুরন্ত ফর্মে আছেন। 

 

টানা দু’টি ম্যাচে শতরান করেছেন। ভরসা দিচ্ছেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার। ব্যাটিং লাইন মোটামুটি সবাই অবদান রাখছেন। যেটা একটা দলের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। বোলিং বিভাগে, গত ম্যাচে স্পিন ত্রয়ী দুরন্ত বোলিং করেছিলেন। দেরাদুনের পিচ দেখেই সেই সিদ্ধান্ত নেওয়া তিন স্পিনারকে খেলানো হবে না একজন বসানো হবে। সেক্ষেত্রে তিনজনের মধ্যে কাকে বসানো হবে। এই চাপে পড়বেন টিম ম্যানেজমেন্ট। পেসার হিসাবে ঈশান পোড়েল ও আকাশদীপের খেলা একপ্রকার পাকা বলা যায়। যদি না শেষ মুহূর্তে কেউ চোট পেয়ে বসেন।

Comments :0

Login to leave a comment