New Town

নিউ টাউনের পরপর আবাসনে আলো নিভিয়ে বাসিন্দারা রাস্তায়

জেলা

গানের কথায় রোষ জনতার। নিউ টাউনে।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-র আহবানে সাড়া দিয়ে নিউটাউনের নাগরিকরা শামিল প্রতিবাদে।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নৃশংস ধর্ষণ ও খুনের বিরুদ্ধে প্রতিবাদে। 
নিউটাউনের অ্যাকশন এরিয়া এক দুই ও তিনের বিভিন্ন ব্লকের নাগরিকবৃন্দ একযোগে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন নারকেল বাগানের বিশ্ব বাংলা গেটে। দাবি, সব দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার  করার। দাবি উঠেছে, ওই কলেজের অধ্যক্ষ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে চাকরি থেকে বরখাস্ত করার। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যিনি তথ্য লোপাটে সাহায্য করেছেন, তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি  দেওয়ার। দাবি উঠেছে হাসপাতালে ডাক্তারদের সুনিশ্চিত নিরাপত্তা প্রদানের জন্য। 
সব বড় আবাসন কমপ্লেক্সে আলো নিভিয়ে দিয়ে পথে নেমেছেন, কেউ বা হাতে প্ল্যাকার্ড কেউবা হাতে মোমবাতি নিয়ে। কুড়ি হাজারের বেশি নাগরিক রাস্তায়।

Comments :0

Login to leave a comment