প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ জোটের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বৃহস্পতিবার প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তা দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসবেন।
এদিন রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা শপথ বাক্য পাঠ করান। রেখা গুপ্তা ছাড়াও, পারভেশ ভার্মা, মনজিন্দর সিং সিরসা এবং কপিল মিশ্র ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আশিস সুদ, পঙ্কজ কুমার সিং এবং রবিন্দর ইন্দ্রজ সিংও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন এদিনের শপথে। ছিলেন চন্দ্রবাবু নায়ডু, পবনকল্যাণ, অজিত পওয়ার, কনরাড সাংমা, অনুপ্রিয়া পটেল, একনাথ শিন্দে। শপথ অনুষ্ঠানে ছিলেন না বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আশ্বস্ত করেছেন যে তার সরকার মহিলাদের জন্য দুই হাজার ৫০০ টাকা মাসিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করবে।
Comments :0