শুক্রবার ভোর রাতে নেপালের চিতওয়ান জেলার নারায়ণঘাঁট-মুগলিং সড়কে সিমালতাল এলাকায় কাদার স্রোতে দুটি যাত্রীবাহী বাস ত্রিশূলী নদীতে ভেসে যায়। এই ঘটনায় নিখোঁজ ৬৩ জন। যার মধ্যে সাত জন ভারতীয় বলে জানা গেছে। শনিবার ভেসে যাওয়া দুটি বাসের নিখোঁজ যাত্রীদের মধ্যে এক ভারতীয়ের দেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণী নদী থেকে ঋষি পালের দেহ পাওয়া যায়। উদ্ধার হওয়া মৃতদেহটি ঋষি পাল শাহি নামে এক ভারতীয়র। তাঁর বয়স ৪০ বছর বলে এদিন সূত্রটি জানিয়েছে।
বাস দুটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৭ জন ছিলেন ভারতীয়। দুর্ঘটনার পর বাস দুটির ৩ জন আরোহী সাঁতার কেটে পাড়ে আসতে সক্ষম হন। নিহত ঋষি পাল নেপালে কর্মরত ছিলেন। সিমালতাল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নারায়ণী নদীতে তাঁর দেহটি মেলে। এদিন কাঠমাণ্ডুতে পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। নেপাল প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিহতের কাছে একাটি পরিচয়পত্র ছিল। যা দেখে জানা গেছে তিনি ভারতীয় নাগরিক। অনান্য নিঁখোজ ভারতীয়দের নাম সন্তোষ ঠাকুর, সুরেন্দ্র শাহ, শাহনওয়াজ আলম, আনসারী, সুনীল। শনিবার সরকারি সূত্রে বলেছে, অন্তত ৫০ জন যাত্রীর এখনও সন্ধান পাওয়া যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Nepal Bus Accident
নেপালে কাদার স্রোতে ভেসে যাওয়া ভারতীয়র দেহ উদ্ধার
×
Comments :0