হরিহরপাড়া থেকে ফেরার সময় কমরেড মহম্মদ সেলিম পথদুর্ঘটনায় আহত ২ ব্যক্তিকে কুমড়োদহ ঘাট এলাকায় রাস্তার ধারে পরে থাকতে দেখেন। বাইকের ধাক্কায় আহত হন ওই দুই পথচারী। রাস্তায় দুজনকে পড়ে থাকতে দেখে গাড়ি থামান মহম্মদ সেলিম। তৎক্ষণাৎ আহতদের নিজের গাড়িতে তুলে বহরমপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত নৃপেন হালদার এবং কণিকা হালদারকে। যে বাইকে দুজনের ধাক্কা লাগে সেটি চালাচ্ছিন পুলিশ কর্মী ভাস্কর সরকার। আহত হন তিনিও।
মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম। ওই কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৭ মে মঙ্গলবার। এদিন ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। সকাল থেকে করিমপুরের পাঁচগাছি মোড়, বাগানপাড়া, শিকারপুর, নাটনা, মজলিসপুর, সিঙ্গাভাঙা, গোপালপাড়ার মতো অনেকগুলি এলাকায় প্রচার হয়। ছিলেন প্রার্থী মহম্মদ সেলিম। ছিলেন এসএফআই-র সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস সহ সিপিআই(এম), কংগ্রেসের নেতারা ছিলেন প্রচারে। লালবাগ এলাকায় গত কয়েকদিনের মতো এদিনও সিপিআই(এম)-র পক্ষে প্রচার চালিয়েছেন অভিনেতা বাদশা মৈত্র। হরিহরপাড়া থেকে ফেরার সময় পথদুর্ঘটনায় আহত ২ ব্যক্তিকে দেখতে পেয়ে হাসপাতালে পৌছে দেন মুর্শিদাবাদের সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম।
Md Salim
মানুষের প্রতি দায়বদ্ধতা মানে মহম্মদ সেলিম
×
Comments :0