SFI Press Conference

শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সভার অনুমতি নেই, তীব্র ধিক্কার এসএফআই'র

জেলা

কোন রাজনৈতিক দলের সভা করার অনুমতি নেই এই অজুহাতে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর সম্মিলনী হলে সভা করতে দেওয়া হলো না ছাত্রদের। প্রতিবাদে সরব হলেন ছাত্র নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্টস্‌ ক্লাবে এসএফআই দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক হয়। সাংবাদিক বৈঠকে রামকিঙ্কর সম্মিলনী হলে সভা করতে বাধা দেবার বিরোধিতা করে এসএফআই দার্জিলিঙ জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, সংগঠনের বিভিন্ন স্তরের সম্মেলনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। সম্মেলন শেষে মালদা শহরে আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি সংগঠনের রাজ্য সম্মেলন শুরু হবে। সংগঠনের দার্জিলিঙ জেলা সম্মেলন হবে আগামী ১৩ জানুয়ারি। দার্জিলিঙ জেলা সম্মেলনের জন্য ১২ ও ১২ জানুয়ারি দুই দিন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হল নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি করা হয়েছিলো। কর্তৃপক্ষ সম্মতি দিয়েছিলো। তাদের কথাতেই পরবর্তী সময়ে চিঠি সহ অগ্রিম বুকিং'র টাকা জমা করতে গেলে কর্তৃপক্ষ জানায় এসএফআই'কে কোন সভা করতে দেওয়া হবে না। কোন রাজনৈতিক দলের সভা করার অনুমতি নেই রামকিঙ্কর হলে। 
তার অভিযোগ, ইদানিংকালে শিলিগুড়ি রামকিঙ্কর হলে একাধিক রাজনৈতিক দলের সভা হয়েছে। সেক্ষেত্রে কোন বাধার সম্মুখীন হতে হয়নি। গত ৯ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে রাজ্যের মন্ত্রী ও শহরের মেয়রের উপস্থিতিতে রামকিঙ্কর হলে আইনজীবিদের সভা হয়েছে। পরবর্তীতেও আরো রাজনৈতিক দলের অনুষ্ঠান হয়েছে। তাহলে এসএফআই'কে কেন সভা করতে পারবে না এই প্রশ্ন তুলতেই কর্তৃপক্ষ জানায় এবিষয়ে মেয়রের সাথে কথা বলতে হবে। কর্তৃপক্ষের আশ্বাসন সত্ত্বেও মেয়র ও তৃণমূলী নেতাদের চক্রান্ত করে এসএফআই'কে সম্মেলনের কাজ করতে দিলো না রামকিঙ্কর হলে। এর তীব্র ধিক্কার জানান তিনি। আরো বলেন, এসএফআই রাজনৈতিক ছাত্র সংগঠন হলেও কোন রাজনৈতিক দল নয়। কারন এসএফআই সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহন করে না। এসএফআই বিধানসভা, লোকসভা, কর্পোরেশন বা পঞ্চায়েত ভোটে প্রার্থী দেয় না। দীনবন্ধু মঞ্চ তৈরী হয়েছিলো বিগত বামফ্রন্ট সরকারের সময়ে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এর উদ্বোধন করেছিলেন। পরবর্তী সময়ে শিলিগুড়ি শহরের বুকে এতো বড় প্রেক্ষাগৃহ নির্মান করতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকার। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ ও মঞ্চের রামকিঙ্কর হলের ব্যবহার ক্ষেত্রে নিয়ম সকলের জন্য সমানভাবে হওয়া উচিৎ। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সুরজ কুন্ডু, তন্ময় অধিকারী প্রমুখ।

Comments :0

Login to leave a comment