SFI RALLY ANDHRA PRADESH

অন্ধ্রে টানা ১০ দিন সাইকেল মিছিল এসএফআই’র

জাতীয়

বুধবার এসএফআই’র মিছিল। রয়েছেন ময়ূখ বিশ্বাস সহ নেতৃবৃন্দ।

জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে টানা দশ দিন সাইকেল মিছিল করল এসএফআই। অন্ধ্র প্রদেশের বিজয়নগরমে হয়েছে এই প্রতিবাদ মিছিল। 

৩১ জুলাই শুরু হয় এই সাইকেল মিছিল। উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ভিপি সানু। সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, এসএফআই’র অন্ধ্র প্রদেশ রাজ্য সম্পাদক অশোক আরিকা অংশ নেন বুধবারের সমাপ্তি অনুষ্ঠানে। এদিন মিছিলে অংশ নেন হাজারের বেশি ছাত্রছাত্রী।

একের পর এক এলাকা দিয়ে মিছিলের পথে ছাত্রছাত্রীদের সঙ্কট, শিক্ষায় গুরুতর আক্রমণের ছবি তুলে ধরেছে এসএফআই। ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার চলেছে টানা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাব, হস্টেলের ফি বৃদ্ধি, পাঠ্যবইয়ের অভাব, বিশ্ববিদ্যালয়েও শিক্ষকের অভাব রয়েছে- এমন বাস্তব অবস্থা তুলে ধরা হয়েছে মিছিলে। বিশেষ করে মেডিক্যাল শিক্ষায় বেসরকারিকরণের ফলে বিপুল ফি বৃদ্ধি নিয়ে প্রচার চলেছে বলে জানিয়েছেন এসএফআই নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment