SFI

নিহত মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে এসএফআই

জেলা

SFI

হাতির আক্রমণে নিহত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের বাড়ি গিয়ে পরিবারের সকলের সাথে কথা বলে এসএফআই নেতৃবৃন্দ। 

স্থানীয়রা বলেছেন, স্কুলের গন্ডি পেরোনোর জন্য যেতে হয় ১২-১৫ কিমি দূরত্বে। ভরসা ম্যাজিক গাড়ি। সেই গাড়িও থাকে সাধারণ যাত্রীর ভিড়ে ঠাসা, নেই সরকারি বাসের সুবিধা। ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ থাকে বিপদসংকুল গাড়ির ছাদ। নেই ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়ার ব্যবস্থাও। 

নজরদারির অভাব রয়েছে জঙ্গল লাগোয়া রাস্তাগুলোতে। বাধ্য হয়ে প্রাণ হাতে করে জঙ্গলের রাস্তা ব্যবহার করতে হয় স্কুল থেকে কলেজের ছাত্র-ছাত্রীদের। 

এসএফআই নেতৃত্ব জানান সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের এই দাবিতে আন্দোলন গড়া হবে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের প্রভাকর সরকার, জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, জেলা সভাপতি সাব্বির হোসেন, অনুভব দে, আব্দুল করিম, মৈনাক ঘোষ সহ প্রমুখ।

Comments :0

Login to leave a comment