HOWRAH SILVER CASH SEIZED

হাওড়ায় যাত্রীর ব্যাগে রুপো, ৩০ লক্ষ টাকা

জেলা

বাজেয়াপ্ত রুপো এবং টাকা সমেত ধৃত।

হাওড়া স্টেশন থেকে রুপোর বাট ও কয়েক লক্ষ টাকা সহ এক যাত্রীকে আটক করল রেল পুলিশ। আটক যাত্রীর কাছ থেকে প্রায় ১৩ কেজি রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। যার কোন বৈধ কাগজ দেখাতে পারেননি আটক ওই যাত্রী। 

রেল পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ধানবাদ থেকে কোলফিল্ড এক্সপ্রেসে হাওড়া স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে নামেন ধানবাদের বাসিন্দা বৃন্দাবন দে (৪৩)। সঙ্গের দু’টি বড় ব্যাগ দেখে সন্দেহ হয় রেল পুলিশের। ব্যাগে কী আছে জানতে চায় পুলিশ। বৃন্দাবন দে-কে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় সন্দেহ হওয়ায় ব্যাগ তল্লাশি করে রেল পুলিশ। প্রায় ১৩ কেজি রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ব্যাগে থাকা রুপো ও টাকার বৈধ কাগজ দেখাতে না পারায় রেল পুলিশ বৃন্দাবন দে-কে আটক করে। রুপোর বাট ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

Comments :0

Login to leave a comment