SANDESHKHALI SALIM NIRAPADA

কাল সন্দেশখালিতে যাচ্ছেন নিরাপদ সর্দার, সেলিম

রাজ্য কলকাতা

কেবল নিরাপদ সর্দার না। মিথ্যা মামলায় জেলে বন্দি নিরপরাধ সকলের মুক্তি চাইছে সিপিআই(এম)। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে নিয়ে সন্দেশখালিতে যাবেন তিনি। 


নিরাপদ সর্দারের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু কোনও নথি, সমনের কাগজ ছাড়া তুলে নিয়ে গিয়েছে পুলিশ। হাইকোর্টও গ্রেপ্তারের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে। মঙ্গলবার হাইকোর্টে জামিন হয় তাঁর। সেলিম বলেছেন, ‘‘আরও আগেই জামিন হতে পারত। আমরা বলেছিলাম ২৯ তারিখ খেতমজুর আন্দোলনের নেতা প্রাক্তন বিধায়ক পার্টির রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দারকে নিয়ে সন্দেশখালি যাব। কাল সেখানে তাঁর সঙ্গে যাব।’’ 
সেলিম বলেছেন, ‘‘এই ঘটনা থেকে বোঝা যায় কী চলছে। রাজ্যের জেলগুলিতে নিরপরাধ বন্দিদের মুক্তি দেওয়া হলে অর্ধেক ফাঁকা হয়ে যাবে। শুধু সন্দেশখালি নয়, কেবল নিরাপদ সর্দার নয়। রাজ্যের সর্বত্র মিথ্যা মামলায় আটক নিরাপরাধ যুবদের মুক্তি দিতে হবে। এই অন্যায়ের অবসান চাই। মিথ্যা মামলায় হয়রানির শিকার সকলকে আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দরকার হলে হাইকোর্ট কমিটি গড়ে দিক যাতে এমন সব মামলা পুনর্বিবেচনা করা যায়।’’
তাঁর হুঁশিয়ারি, ‘‘যাদের নির্দেশে এই অন্যায় হচ্ছে আর যে আধিকারিকরা এই কাজে জড়িত তাদের ছাড়া হবে না। জবাবদিহি করতে হবে।’’
এদিন কলকাতায় সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সেলিম। তিনি জানিয়েছেন ১০ মার্চ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ১০টি মিছিল জনসভা হবে। সেলিম বলেন, ‘‘দারিদ্র বেকারি দুর্নীতি দুষ্কৃতীরাজের বিরুদ্ধে একজোটে লড়াইয়ের আহ্বান জানিয়ে হবে সমাবেশ। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র উঠবে আওয়াজ। তৃণমূল-বিজেপি’কে বর্জন করুন। রাজ্য বাঁচাতে এককাট্টা হোন, বাংলাকে রক্ষা করুন। লাল ঝাণ্ডাকে শক্তিশালী করুন। বাংলায় এবং দেশে ফেরান শান্তি-সম্প্রীতি- জানানো হবে এই আহ্বান।’’   
রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেতা অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি। এই প্রসঙ্গে এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘২০১৪’র সালের মামলা। আমরা বহু আগে থেকে বলছি অ্যালকেমিস্টের মতো চিটফান্ডের টাকা গিয়েছে তৃণমূলের তহবিলে। এতদিন কেন চুপ করে বসেছিল ইডি।’’ তাঁর দাবি, প্রভাবশালী মন্ত্রীকে হেপাজতে নিয়ে তদন্ত করতে হবে। তা না হলে সাক্ষ্য প্রমাণ লোপাট হবে।’’

Comments :0

Login to leave a comment