“অসাম্যের বিরুদ্ধে আপসহীন দ্বন্দ্বের বিজয় হোক বিজয়ের আলিঙ্গনে।”
এই মর্মে বার্তা দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, “ভালবাসার রঙে দৃপ্ত হোক বিজয়া।”
বৃহস্পতিবার ‘বিজয়ার রক্তদান‘ অনুষ্ঠানে যোগ দেন সেলিম।
উত্তর কলকাতার উদয়ের পথে এদিন বিজয়ার রক্তদান অনুষ্ঠান করেছে। এই ক্লাব প্রতি বছর অনুষ্ঠান করে রক্তদানের।
এবারও অংশ নিচ্ছেন বহু নাগরিক। অংশ নিচ্ছেন বিশিষ্ট নাগরিকরা। প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জি, অভিনেতা দেবশঙ্কর হালদারকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে।
উদয়ের পথে ক্লাবের কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান যে খারাপ আবহাওয়ার মধ্যেও রক্তদানে অংশ নিচ্ছেন সমাজ সচেতন নাগরিকরা।
Md Salim
বিজয়ার রক্তদান উদয়ের পথের, অংশ নিলেন সেলিম

×
Comments :0