অমিত কুমার দেব: কোচবিহার
বামফ্রন্ট যখন গ্রাম পঞ্চায়েত, পৌরসভা কিংবা জেলা পরিষদে ছিল, তখন জনকল্যাণের কাজ চলত। আর এই সময়কালে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তা পূরণ করেনি। তাই নতুন উদ্যমে আজ বামপন্থার পুনর্জাগরণ হচ্ছে।
সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে সিপিআইএম কোচবিহার জেলা ২৩তম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন সমাবেশ শুরুর আগে লাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের প্রারম্ভিক কাজ।
পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই(এম) নেতা তারিণী রায়। তিনি সহ শহীদ বেদিতে মাল্যদান করেন মহম্মদ সেলিম, কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, পার্টিনেতা তমসের আলি, অলকেশ দাস, নিরাপদ সর্দার, সলিল আচার্য প্রমুখ। এরপর শুরু হয় সমাবেশ। সভাপতিত্ব করেন অনন্ত রায়।
মহম্মদ সেলিম বলেন, কোচবিহার তথা উত্তরবঙ্গের মানুষ উন্নয়নের প্রশ্নে, কাজের প্রশ্নে, কৃষকদের ফসলের দামের প্রশ্নে খুব বিপদে আছেন। তিনি বলেন, আদিবাসী, তপশিলি, রাজবংশীদের মতো নির্দিষ্ট অংশের মানুষদের জাতিসত্তার নামে ভাগ করা হচ্ছে। এই বিপদ থেকে মানুষকে একমাত্র উদ্ধার করতে পারে লাল ঝান্ডাই।
Comments :0