FIH Hockey Pro League

সবিতার রেকর্ডের দিন হার ভারতের

খেলা

ভারতীয় দলের জার্সি গায়ে সোমবার নেদারল্যান্ডের বিরুদ্ধে নিজের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন গোলরক্ষক সবিতা পুনাই। ম্যাচ শুরুর আগে কলিঙ্গ স্টেডিয়ামে তার ছবি দিয়ে টিফো দেখা যায় গ্যালারিতে। অর্জুন পুরস্কার প্রাপ্ত সবিতা মোট ৩ বার FIH বা আন্তর্জাতিক হকি ফেডারেশনের গোলকিপার অফ দ্যা ইয়ারের সম্মানে সম্মানিত হয়েছেন। ভারতের পুরুষ হকি দলের কিংবদন্তি গোলরক্ষক পি আর সৃজেশের পর কোনো এক হকি খেলোয়াড় ৩০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন। তবে এই স্মরণীয় দিনেও জিততে পারলনা ভারত। হকি প্রো লিগের ম্যাচে নেদারল্যান্ডের কাছে ৪-২ গোলে হার ভারতের । নেদারল্যান্ডের হয়ে গোল করেছেন এমা রেইজনেন ( ৭ মিনিট) , ফেলিস ( ৩৪ ও ৪৭ মিনিট ) , ভ্যান ডার ফাই ( ৪০ মিনিট) । ভারতের হয়ে জোড়া গোল উদিতার ( ১৮ ও ৪২ মিনিটে) ।

Comments :0

Login to leave a comment