Delhi pollution

দিল্লির দূষণের জেরে স্থগিত স্কুলের ক্রীড়াপ্রতিযোগিতাও

জাতীয়

রাজধানীর বাতাসের গুণগতমানের অবনতি বেড়েই চলেছে। দিল্লির অবস্থা এতটাই মারাত্মক হয়ে উঠেছে যে মাস্কেও আর পরিত্রাণ পাওয়ার কোনও সুযোগ নেই। ফলে, দিল্লির স্কুলগুলির ক্রীড়া বিষয়ক ও স্কুলের বাইরে হওয়া বিভিন্ন অনুষ্ঠান আপাতত স্থগিতাদেশ দিলো দিল্লি সরকার। বৃহস্পতিবারই সুপ্রিমকোর্ট বায়ু দূষণ নিয়ন্ত্রক পর্ষদকে দিল্লির স্কুলগুলিতে নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুঠিত হওয়া ক্রীড়া অনুষ্ঠানগুলি বাতিল করার জন্য নির্দেশিকা পাঠাতে বলে।
বায়ুরমান পরিদর্শক কমিটির নির্দেশিকায় বলা হয়, দিল্লি ও তৎসংলগ্ন এলাকার বায়ুদূষণ নিরক্ষক সংস্থার তরফে বায়ুরমানের গুরুতর অবনতির জন্য সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাকে আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে। কমিশনের তরফে বর্তমান পরিস্থিতিকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ওই অঞ্চলের কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্পোর্টস একাডেমিগুলিতেও এই নির্দেশিকা পাঠানোর কথাও বলা হয়। গোটা সপ্তাহজুড়েই দিল্লির বাতাসের মান গুরুতরভাবে খারাপ হয়। শুক্রবার, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৭৩-র আশেপাশেই ছিল। 
দিল্লির বায়ুদূষণ যে এখন জনস্বাস্থ্য সঙ্কটের চেহারা নিয়েছে এ বিষয়ে এর আগেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। কিন্তু রাজ্য বা কেন্দ্রের বিজেপি সরকারের তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি।
দিল্লির বায়ুদূষণ যে এখন জনস্বাস্থ্য সঙ্কটের চেহারা নিয়েছে এ বিষয়ে এর আগেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। কিন্তু রাজ্য বা কেন্দ্রের বিজেপি সরকারের তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি। সুপ্রিমকোর্ট এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করার একদিনের মধ্যেই বিভিন্ন স্পোর্টস একাডেমিগুলিকে বছরের অন্যান্য মাসে অনুষ্ঠানগুলি করার কথা বলে দিল্লি সরকার। কোর্ট তার পর্যবেক্ষণে বলে, নভেম্বর ডিসেম্বর মাসে স্কুলের বাইরে অনুষ্ঠান করা মানে শিশুদের গ্যাস চেম্বারে নিক্ষেপ করা। বুধবার কোর্ট আরও বলে যে, এই অবস্থাতেও ক্রীড়া অনুষ্ঠানের অনুমতি দিয়ে সরকার তার দায়িত্বকে ঝেড়ে ফেলার চেষ্টা করছ। 
দিল্লির বহু এলাকায় একিউআই ৪০০–র উপরে রয়েছে। মানুষ ক্রমাগত পরিষ্কার বাতাসের জন্য হাঁপাচ্ছে— এই অবস্থায় ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ বলে বর্ণনা করেছেন চিকিৎসকরা।

Comments :0

Login to leave a comment