শনিবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ল ২২৮৫০ ডাউন সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস। ট্রেনের সামনের দিকে ইঞ্জিনের পিছনে থাকা পার্সেল ভ্যান ও দুটি কামরা লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়, কয়েকটি ট্রেন বাতিল এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালিত করা হয়েছে বলে রেল সূত্রে খবর। এই দুর্ঘটনার ফলে এদিন এই লাইনে রেল চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়। অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা।
এদিন সারাদিন দুর্ভোগ ও ভোগান্তি হল রেল যাত্রীদের। সকালে দক্ষিণ পূর্ব রেলওয়ের নলপুরে সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস বেলাইন হয়ে যায়। তিনটি কামরা লাইনচ্যুত হয়। যার জের চললো সারাদিন ধরেই। শনিবার সন্ধ্যায় হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে গিয়ে দেখা যায় লোকাল ট্রেনের যাত্রীরা অপেক্ষায় রয়েছেন উৎকণ্ঠা নিয়ে। অফিস ফেরত কিংবা শহরের বেসরকারি সংস্থায় কর্মরতরা হাওড়া মেট্রো স্টেশনের নেমে ওল্ড কমপ্লেক্সে এসে খোঁজ করছেন হাওড়া-খড়গপুর শাখার লোকাল ট্রেন কখন আসবে? কিন্তু, ডিসপ্লে বোর্ডে বারংবার ফুটে ওঠে হাওড়া-খড়গপুর শাখার আপ লোকাল ট্রেন বাতিল হয়েছে। ফলে কিভাবে বাড়ি ফিরবেন যাত্রীরা তা নিয়ে বেশ উদ্বিগ্নতা দেখা যায় যাত্রীদের মধ্যে।
এদিন রাতে হাওড়া বাসস্ট্যান্ড থেকে জাতীয় সড়ক সর্বত্রই বাসের অপেক্ষায় থাকতে দেখা যায় যাত্রীদের। লোকাল ট্রেনের যাত্রীরা ট্রেনে ফিরতে না পেরে বাস পথকে বাছেন। কিন্তু, পর্যাপ্ত বাস চাহিদার তুলনায় ছিল না।
Comments :0