maharashtra election

মহারাষ্ট্রে প্রচারে বিভাজনের রাজনীতিকে হারানোর ডাক সেলিমের

জাতীয়

আদানি আম্বানিদের মতো কর্পোরেট মালিকদের হাতেই বিজেপি সরকার তুলে দিচ্ছে দেশের সমস্ত সম্পদ। মানুষের ঐক্য ভাঙতে সাম্প্রদায়িক বিতর্ক তৈরি করে বিভাজন করছে সমানে। 
মহারাষ্ট্রের সোলাপুর সিটি সেন্ট্রাল কেন্দ্রে প্রচারে একথা বলেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
সোমবার প্রচারের সময়সীমা শেষ হয়েছে রাজ্যে। ২০ নভেম্বর ঝাড়খন্ডের পাশাপাশি মহারাষ্ট্র বিধানসভারও নির্বাচন। 
এই রাজ্যে মোট তিনটি আসনে প্রার্থী দিয়েছে সিপিআই(এম)। দাহানু, কালওয়ান এবং সোলাপুর সিটি সেন্ট্রাল কেন্দ্রে রয়েছে প্রার্থী। তিন আসনেই বিজেপি জোট ‘মহায়ুতি’-র সাথে মুখোমুখি লড়াই করছে। 
সোলাপুর সিটি সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নরসাইয়া আদমের সমর্থনে জনসভার ভাষণ দেন সেলিম। নরসাইয়া আদম এর আগে তিনবার বিধায়ক হয়েছেন। পার্টির প্রবীণ নেতা তিনি। 
সেলিম সোলাপুরের ভোটারদের উদ্দেশ্যে নরসাইয়া আদমকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। শ্রমিক, কৃষক, গরিব খেটে খাওয়া মানুষের জন্য আদমের লড়াই ও ত্যাগের কথা উল্লেখ করেন। 
সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ’র রাজ্য সাধারণ সম্পাদক এম.এইচ. শেখ সহ অন্যান নেতৃবৃন্দ।
কংগ্রেস-শিবসেনা (উদ্ধব)- এনসিপি (শারদ পাওয়ার) জোট মহা বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত পাওয়ার) জোটের বিরুদ্ধে লড়াইয়ে।

Comments :0

Login to leave a comment