বিহারের রাজধানী পাটনায় ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে পাটনা জেলার মসৌরি-নৌবতপুর সড়কের ধনিচক মোড়ের কাছে।
পুলিশ জানিয়েছে, ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষে দুটি গাড়িই রাস্তার পাশের জলে ভরা খাদে পড়ে যায়। ট্রাকটি অটোর উপর পড়ে যাওয়ার পর অটোটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে পুলিশ জেসিবি মেশিনের সাহায্যে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই অটোর মধ্যে থাকা সাতজন যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। অটোতে ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত অটোচালক সুশীল কুমার হাঁসাদিহ গ্রামের বাসিন্দা এবং অন্যরা দোরিপারের বাসিন্দা। নিহতরা শ্রমিক ছিলেন, তাঁরা তারেগানা রেলস্টেশনে ট্রেন থেকে নেমে মাসৌরির স্থানীয় বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে অটোরিকশায় করে তাদের বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রাক চালক তাঁর গাড়ির অ্যাক্সেল ভেঙে অটোরিকশাটিকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিহতরা হলেন- মতেন্দ্র বিন্দ (২৫), বিনয় বিন্দ (৩০), উমেশ বিন্দ (৩৮), রমেশ বিন্দ (৫২), উমেশ বিন্দ (৩০), সুরজ ঠাকুর (২০) এবং অটোচালক সুশীল কুমার (৩৫)।
দুর্ঘটনা ঘটনা প্রসঙ্গে মাসৌরি থানার স্টেশন হাউস অফিসার বিজয় যদুভেন্দু বলেন, ‘‘অটোতে ১০ জন যাত্রী ছিলেন তাঁরা সকলেই শ্রমিক। তারা প্রতিদিন সকালে কাজে যেতেন এবং রাতে ফিরে আসতেন। রবিবার রাতেও কাজ শেষে বাড়ি ফেরার পথে মসৌরি-নৌবতপুর সড়কে দুর্ঘটনার করলে পড়ে তাদের গাড়িটি। দুর্ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে আসে খবর দেয় পুলিশকে। পুলিশ এসে স্থানীয়দের সহযোগীতায় নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।’’
Comments :0