SUJAN CHAKRABORTY

নিরাপদ সর্দারের বেআইনি গ্রেপ্তারিতে জড়িত পুলিশের শাস্তির দাবি চক্রবর্তীর

রাজ্য

‘‘আদালত পুলিশের সমালোচনা করেছে। ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে যে পুলিশ ১০ তারিখ অভিযোগ দেয়, তাদের শাস্তি দিতে হবে। সে শাস্তি কী আমরা দেখে নেব।’’ 
সন্দেশখালির প্রাক্তন বিধায়ক এবং সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দারের জামিনের রায় প্রসঙ্গে এই প্রতিক্রিয়া দিয়েছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। হাইকোর্ট এদিন পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছে। মঙ্গলবার রায়ের পর রাতের মধ্যে মুক্তি না দিলে আদালত অবমাননার দায়ে বিচারের হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল সরকারের পুলিশকে। 
চক্রবর্তী বলেন, ‘‘পুলিশ বেআইনি কাজ করেছে। যাদের গ্রেপ্তার করার কথা তারা পুলিশের ঘেরাটোপে ঘুরে বেড়াচ্ছে। আর যে সত্য কথা বলে, আদিবাসী যুবক, সন্দেশখালির প্রাক্তন বিধায়ক, সারা ভারত খেতমজুর ইউনিয়নের সম্পাদক, সেই নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করল পুলিশ। বেআইনিভাবে গ্রেপ্তার করেছিল পুলিশ।’’
চক্রবর্তী বলেন, ‘‘গ্রেপ্তার করল শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে। যে শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ সন্দেশখালির মহিলাদের। তাদের সাজানো অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দার গ্রেপ্তার। এটা কোনও আইনের শাসন নয়।’’ 
তিনি বলেন, ‘‘নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো ৯ ফেব্রুয়ারি। তার বিরুদ্ধে অভিযোগ ১০ ফেব্রুয়ারি নথিভুক্ত হলো। গ্রেপ্তার করে পরের দিন অভিযোগ নথিভুক্ত হলো। এটা বেআইনি।’’

Comments :0

Login to leave a comment