শ্যামবাজারে অবস্থান পড়ল আট দিনে। অবস্থানের পাশেই স্বাস্থ্য শিবির চলছে পিপলস রিলিফ কমিটি (পিআরসি)’র সহযোগিতায়।
আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ-খুনে সব দোষীর শাস্তির দাবিতে চলছে অবস্থান। এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতা কর্মীরা রয়েছেন অবস্থানে।
শ্যামবাজার অবস্থান মঞ্চে প্রতিদিন সকাল ৮ টা থেকে ১০টা এই পিআরসি’র সহযোগিতায় বিকল্প স্বাস্থ্যকেন্দ্র চলছে। মঙ্গলবার বিশিষ্ট প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অমিত রায়, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ রুনা বল, বিশিষ্ট সার্জেন এবং স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক পবিত্র গোস্বামী।
SHYAMBAZAR PROTEST
অবস্থান ৮ দিনে, চলছে স্বাস্থ্য শিবিরও
×
Comments :0