Siliguri DYFI SFI Deputation

ছাত্র যুবদের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলিগুড়ি থানায় ডেপুটেশন

রাজ্য জেলা

Siliguri DYFI SFI Deputation

উত্তর ২৪ পরগণার বারাসাত জেলা পরিষদ অফিস অভিযানে মিথ্যা মামলায় গ্রেপ্তার ছাত্র যুবদের নিঃশর্ত মুক্তি এবং দার্জিলিং জেলায় অবস্থিত হাসপাতালগুলিতে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে শিলিগুড়ি থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। চার দফা দাবিতে রবিবার দুপুরে ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে এই ডেপুটেশন দেওয়া হয়। 

উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই  দার্জিলিং জেলা সভাপতি সচিন খাতি, এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক অঙ্কিত দে শুভদেব ভট্টাচাৰ্য, সাগর শর্মা, অভিজিৎ চন্দ, শাস্বতী সাহা সহ ছাত্র যুব নেতৃত্ব। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত জেলা পরিষদ অফিস অভিযানে মিথ্যা মামলায় গ্রেপ্তার জেল হেফাজতে থাকা ১০ জন কমরেডদের নিঃশর্ত মুক্তি, রাজ্য জুড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করা, শান্তিপূর্ণ মিছিল ও গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের অনৈতিক আক্রমণ বন্ধ করা, শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী হাসপাতাল গুলিতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা ও যাতে শিশু চুরির মত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি।

Comments :0

Login to leave a comment