rg kar

মেয়ের জন্মদিনেই নৃশংসতার ছ’মাস, প্রতিবাদে রাস্তায় থাকবেন মা-বাবা

রাজ্য কলকাতা

‘বিচার ছিনিয়ে আনতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে চাই, আপনারা সকলে আরও বেশি করে এগিয়ে আসুন’, রাজ্যবাসীর কাছে এই আবেদন রাখলেন আর জি করের নির্যাতিতার অসহায় মা ও বাবা। রবিবার ৯ ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন। আবার ওই দিনই আর জি কর হাসপাতালে অভয়া ধর্ষণ ও হত্যার ভয়ঙ্কর ঘটনার ৬ মাস পূর্ণ হচ্ছে। অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস সহ বিভিন্ন চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফরম অব ডক্টরস, পশ্চিমবঙ্গ এবং অভয়া মঞ্চ এক বৃহৎ প্রতিবাদী মৌন মিছিলের ডাক দিয়েছে রবিবার দুপুরে। কলেজ স্কোয়্যার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অভয়ার মূর্তি পর্যন্ত মিছিল হবে। সেখানে বিকেল থেকে জ্বলবে প্রতিবাদ ও দ্রোহের আলো। এই আন্দোলনে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেককে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন অভয়ার মা-বাবা। এছাড়াও এই কর্মসূচিতে রাজ্যের প্রত্যেক নাগরিককে নিজের নিজের এলাকায় শামিল হওয়ার আবেদন জানিয়েছেন। তাঁরা বলেছেন, আমরা হতাশ হবো না, ভেঙে পড়ব না, আন্দোলনে থাকব। 
এক ভিডিও বার্তায় অভয়ার মা, বাবা বলেছেন, গত ৬ মাস ধরে আন্দোলন চলছে। এখনও সঠিক ও ন্যায্য বিচার আমরা পেলাম না। আমরা সব হারিয়েছি। হারিয়ে গিয়েছে আমাদের মেয়ের সমস্ত স্বপ্ন, পরিশ্রম। এমবিবিএস পড়ার সময় থেকে মেয়ের কলেজে জন্মদিন পালন হতো, বাড়িতে হতো। এবার প্রথম ও আমাদের কাছে নেই। ৯ ফেব্রুয়ারি মেয়ের জন্মদিন। ওইদিন আমরা প্রতিবাদে রাস্তায় থাকব। সবাই যেমনভাবে এতদিন আমাদের পাশে ছিলেন, তেমন রবিবারও আন্দোলনে থাকবেন। আমাদের আশা, প্রত্যেকে আগামী দিনেও আমাদের পাশে থাকবেন। অসহায় বাবা ও মায়ের আর্জি, মেয়ে ফুল গাছ খুব ভালোবাসতো, তাই রবিবার ৯ ফেব্রুয়ারি সকলে একটি করে যদি ফুল গাছ লাগান তাহলে ভালো লাগবে। 
বুধবার জয়েন্ট প্ল্যাটফরম অব ডক্টরস, পশ্চিমবঙ্গ ও অভয়া মঞ্চের তরফে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি মিছিল শেষে বিকাল ৫ টায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার মা বাবার উপস্থিতিতে অভয়ার মূর্তিতে মালা দিয়ে স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। ওই দিন গোটা রাজ্যে ২০০টি জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। তার আগে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বইমেলাতে জনতার দরবার কর্মসূচি পালন এবং ৭-৮ ফেব্রুয়ারি বইমেলাতে অভয়া মঞ্চের লিফলেট বিলি হবে। জয়েন্ট প্ল্যাটফরম অব ডক্টরস, পশ্চিমবঙ্গ ও অভয়া মঞ্চ-র বক্তব্য, একটা বৃহৎ ষড়যন্ত্র প্রথম থেকেই কাজ করেছে যাতে ওই ঘটনার সঙ্গে যুক্ত শাসক ঘনিষ্ঠদের আড়ালে রাখা যায়। তাই মাত্র একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বাকিদের দোষ ঢাকার প্রক্রিয়া শুরু থেকেই কার্যকর হয়েছে।  বহু প্রমাণ লোপাটে সাহায্য করেছে পুলিশ, সিবিআই’র ভূমিকাও অত্যন্ত রহস্যজনক হয়ে দেখা দিয়েছে। পুলিশ থেকে সিবিআই— বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে। কিন্তু কাজের কাজ হয়নি। উল্টে প্রতিবাদ আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছে বারবার। বহু ধোঁয়াশা, বহু প্রশ্ন উঠেছে অভয়ার মা-বাবা এবং রাজ্যবাসীর মনে যার কোনও উত্তর নেই। বোঝা যাচ্ছে, স্বাস্থ্য প্রশাসনের মাথাদের নিয়ে একটা চক্র কাজ করে চলেছে এখনও। তাই জড়িত বাকি দোষীদের শনাক্তকরণ বা শাস্তি হচ্ছে না। সুতরাং আমরা আন্দোলনের পথ থেকে সরবো না, ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আরও জোরদার হবে

Comments :0

Login to leave a comment