Jharkhand election

মঙ্গলবার শপথ সোরেনের, মন্ত্রীসভায় কংগ্রেস-আরজেডি

জাতীয়

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন তিনি। এই নিয়ে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সূত্রের খবর, সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও ‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও। 
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে কার্যত পর্যদুস্ত হয়েছে পদ্ম শিবির। বিজেপির প্রচারের প্রধান বিষয় ছিল 'ঘুসপেটিয়া' অর্থাৎ বহিরাগত। মুসলিমদের লক্ষ্য করে চালানো হয়েছে এই প্রচার। কিন্তু তারপরও বিজেপির প্রচারে ছড়ানো বিভাজনের রাজনীতি আটকে গিয়েছে এরাজ্যে। 
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপি পেয়েছে মাত্র ২১ টি আসন। জেএমএম -কংগ্রেস-আরজেডি জোট পেয়েছে মিলিত ভাবে পেয়েছে ৫৪ আসন। তাৎপর্যপূর্ণ ভাবে সিপিআই(এমএল) লিবারেশন ২টি আসন পেয়েছে। রাজনৈতিক মহলের অনুমান কংগ্রেসের ৬ জন বিধায়ক ও ৪ আরজেডির বিধায়ক সোরেনের মন্ত্রিসভায় থাকবেন। প্রতিহিংসা রাজনীতিতে হেমন্ত সোরেনকে হেপাজতে নিয়েছিল ইডি। দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদও হয়েছে। কিন্তু তাও হেমন্তকে হারাতে পারল না বিজেপি। 
বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৪১ জন বিধায়ক। কিন্তু জেএমএম নেতৃত্বাধীন জোটের রয়েছে ৫৪।

Comments :0

Login to leave a comment