Train spark

আগুনের ফুলকি, দুর্ঘটনা থেকে রক্ষা কুলিক এক্সপ্রেসের

জেলা

স্টেশনে পৌঁছাতেই ওভারব্রিজের উপর থেকে একটি চাদর এসে পরে ইঞ্জিনের মাথায়। দ্রুত স্পার্কিং হয়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কুলিক এক্সপ্রেস। ঘটনাটা ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। 
হাওড়া - রাধিকাপুর  ট্রেনটি রায়গঞ্জ স্টেশনে ঢুকতেই এই বিপত্তি ঘটে। চালক আগুনের আঁচ পেয়েই ট্রেনের সব বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতেই বড় দুর্ঘটনা এড়ানো গেছে। রায়গঞ্জের স্টেশনে প্রায় আধ ঘণ্টা অপেক্ষার পর ফের রাধিকাপুরের  দিকে রওনা দেয় ট্রেনটি। 
রায়গঞ্জ স্টেশন ম্যানেজার রাজু কুমার বলেন, ‘ওভারব্রিজের উপর থেকে একটি চাদর এসে পড়ায় স্পার্কিং হয়। দ্রুত পাওয়ার কাট করা হয়। ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মীরা এসে সেটি ঠিক করে দিলে ট্রেন স্বাভাবিক হয়ে গন্তব্যস্থলে চলেও যায়।”

Comments :0

Login to leave a comment