প্রয়াগরাজ গামী ট্রেনে ওঠাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা নয়া দিল্লি স্টেশনে। সূত্রের খবর এদিন দুটি ট্রেন বাতিল হওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা শুরু হয়।
রেলের পক্ষ থেকে যখন এই দুই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয় তখন যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্মে যাওয়ার জন্য। ১৪ এবং ১৬ নম্বর প্লাটফর্মে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। দিল্লি পুলিশ সূত্রে খবর পদপিষ্ঠ হয়ে ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে।
সাধারণ যাত্রীদের অভিযোগ রেলের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে।
কুম্ভ মেলা কে কেন্দ্র করে যেই হিন্দুতে জিগির তোলা হয়েছে বিজেপি এবং আরএসএসের পক্ষ থেকে তার জেরে বহু দর্শনার্থী দলে দলে ভিড় জমাচ্ছেন কুম্ভ মেলায়। কিন্তু সেখানে বহু মানুষ ভিড় জমালেও ভিআইপিদের আপ্যায়নে ব্যাস্ত যোগী সরকার। পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে এবারে কুম্ভ মেলায়। সাধারণ মানুষের নিরাপত্তা এবং তাদের সুযোগ সুবিধার দিকে কোন নজর দেওয়া হচ্ছে না বলেই দাবি করেছেন সেখানকার বিভিন্ন আখড়ার প্রধানরা।
New Delhi station
ট্রেন বাতিল, নয়া দিল্লিতে স্টেশনে বিশৃঙ্খলা
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24186/67b0d85695441_New-Delhi-Railway-Station.jpg)
×
Comments :0