snowfall in Sikkim

উদ্ধার আটকে পড়া পর্যটকরা, সিকিমে চলছে তুষারপাত

জাতীয়

উত্তর সিকিমে প্রবল তুষারপাত চলছেই। প্রবল তুষারপাতের জেরে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলো স্থানীয় প্রশাসন। জানা গেছে, গত কয়েকদিন ধরেই উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল তুষারপাত চলছে। তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। তুষারপাতের আনন্দে মাতোয়ারা এই সময়ে উত্তর সিকিমে হাজির পর্যটকেরা। 
রবিবারও বিকেলের পর থেকে ব্যাপক তুষারপাত হয় উত্তর সিকিমের ইয়ুমথাম, লাচেন, লাচুং সহ বিস্তীর্ণ এলাকায়। সোমবার বহু এলাকা তুষারে ঢাকা।
তুষারপাতের জেরে ছয় পর্যটকের আটকে পড়েছিলেন রবিবার। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রশাসন আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসে। সোমবার উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ রয়েছেন বলে সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে। 
সোমবার সকাল থেকেও উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত অব্যাহত রয়েছে। তাপমাত্রা কমে হিমাঙ্কের নিচে। মাইনাস ছয় থেকে সাত ডিগ্রি তাপমাত্রা রয়েছে। উত্তর সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকদের সুরক্ষার বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।  নাথুলাগামী গাড়িগুলির জন্য জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। তুষারাবৃত রাস্তা পিচ্ছিল হয়। নির্দেশিকা অনুযায়ী, নাথুলা যাবার আগেই প্রত্যেক গাড়ির চালকদের প্রশাসনিক অনুমতি নিতে হবে। 
যাতায়াতের পথে তুষারের পুরু চাদরে রাস্তা ঢেকে যেতে পারে। গাড়ির ভেতরে শেকল ও বেলচা রাখাটা নতুন নির্দেশিকায় বাধ্যতামূলক করা হয়েছে। গাড়ির ভেতরেই  আবর্জনা ফেলার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment